প্রশ্ন : বলুন তো পৃথিবীতে ডিম নাকি মুরগি কোনটা আগে এসেছে?

পৃথিবীতে কোনটা আগে এসেছে, মুরগি নাকি ডিম?

General Knowledge Quiz : এমন কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর পাওয়া বড়ই কঠিন। তারই মধ্যে একটি হলো, পৃথিবীতে ডিম নাকি মুরগি কোনটা আগে এসেছে? এই প্রশ্ন নিয়ে আজও মানুষের মধ্যে বিতর্কের শেষ নেই। যাই হোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর তুলে ধরা হয়েছে এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহরের নাম কী?
উত্তরঃ STD কোড অনুযায়ী ভারতের প্রথম শহরের নাম হলো নিউ দিল্লি (এসটিডি কোড ০১১)।

২) প্রশ্নঃ বিশ্বের কোন মহাসাগরের জল সবচেয়ে বেশি লবণাক্ত?
উত্তরঃ আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) জল সবচেয়ে বেশি লবণাক্ত।

৩) প্রশ্নঃ ভারতবর্ষকে কোন সালে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল?
উত্তরঃ ২০১৪ সালে ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়।

৪) প্রশ্নঃ ভারতে কোন পশু কেনাবেচা অপরাধ?
উত্তরঃ ভারতের সিংহ কেনা ও বেচা দুটোই অপরাধ।

৫) প্রশ্নঃ কোন দেশের সড়ক নীল রঙের হয়ে থাকে?
উত্তরঃ কাতারের (Qatar) রাজধানী অঞ্চলের কিছু সড়ক নীল রঙের করা হয়েছে।

৬) প্রশ্নঃ তাজমহল গড়ে ওঠার পেছনে কতজন শ্রমিক কাজ করেছিল?
উত্তরঃ তাজমহল (Taj Mahal) তৈরির সময় প্রায় ২২ হাজার শ্রমিক কাজ করেছিল।

৭) প্রশ্নঃ মন্ত্রিত্ব পদে দায়িত্ব নেওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি (President of India)।

৮) প্রশ্নঃ কোন প্রাণী তার শরীরে ৬০০টি রোগ নিয়ে ঘুরে বেড়ায়?
উত্তরঃ চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, একটি মাছি প্রায় ৬০০ রোগ নিয়ে ঘুরে বেড়ায়।

৯) প্রশ্নঃ আয়তনের দিক থেকে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ (West Bengal) হল আয়তনের ভিত্তিতে ভারতের ১৪তম বৃহত্তম রাজ্য কারণ এটির ভূমি এলাকা প্রায় ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার।

Image

১০) প্রশ্নঃ বলুন তো পৃথিবীতে ডিম নাকি মুরগি (Chicken or Eggs) কোনটা আগে এসেছে?
উত্তরঃ বিজ্ঞানীদের মতে, মুরগি ডিমের খোসায় ওভোক্লিডিন নামে একটি প্রোটিন পাওয়া যায়, যা শুধুমাত্র মুরগির জরায়ুতে তৈরি হয়। যখন মুরগি আসে, তখন তার জরায়ুতে ওভোক্লিডিন তৈরি হয় এবং তারপর সেই প্রোটিন দিয়ে ডিম তৈরি হয়। সুতরাং, ডিমের আগে মুরগি পৃথিবীতে এসেছে।