চোখের ধাঁধা: এই তিনটি সরলরেখার মধ্যে কোনটি সবচেয়ে বড়? ৯৫% মানুষ ভুল উত্তর দিয়েছেন!

বলতে পারবেন এই সরলরেখা তিনটির মধ্যে কোনটি সবচাইতে বড়?

Optical Illusion: আজকাল ইন্টারনেটে (Internet) বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে ধাঁধার ছবিগুলি পোস্ট হতে দেখা যায়। এর মধ্যে কখনো লুকিয়ে থাকা বস্তুটিকে আবার কখনো পার্থক্যগুলি পর্যবেক্ষণ করতে হয়। এগুলি অনেকে বেশ পছন্দ করেন। এর মাধ্যমে আইকিউ লেভেল (IQ level) পরীক্ষা করার একটি দুর্দান্ত উপায়ও।

যাইহোক এই প্রতিবেদনে তেমনি একটি মজার খেলা নিয়ে আসা হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে তিনটি তীরযুক্ত সরলরেখা (Straight Line) রয়েছে। সবগুলিকে দেখতে মোটামুটি একই লাগলেও, এর মধ্যে কোনটি বড় তা আপনাকে বলতে হবে। এর জন্য আপনার কাছে মাত্র ২০ সেকেন্ড সময় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক উত্তর দিতে পারলেই আপনি জিনিয়াস (Genius)।

অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি চোখকে বিভ্রান্ত করার জন্য পরিচিত। দৃষ্টিশক্তি যতই উন্নত হোক না কেন এগুলি প্রতারিত করবে এবং এমনকি আমাদের উপলব্ধিকেও বিভ্রান্ত করে তোলে। এর বিশেষ বৈশিষ্ট্যের কারণেই শিশু থেকে বৃদ্ধ সকলের কাছে দৃষ্টি বিভ্রমের ছবিগুলি অত্যন্ত মজাদার ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

ছবিতে থাকা তিনটি সরলরেখার মধ্যে কোনটি সবচেয়ে বড় যদি আপনি ইতিমধ্যেই বুঝতে পারেন, তবুও বলবো আপনার চোখ বিভ্রান্ত হয়েছে। আরো ভালো করে মনোযোগ সহকারে দেখুন। অধিকাংশ মানুষ ৩ নম্বর সরলরেখাটিই বেছে নেবেন, এটা সঠিক উত্তর নয়। এমনকি কেউ কেউ সঠিক উত্তরটাই বেছে নিতে পারেননি।

তবে আপনার ক্ষেত্রেও যদি এই তিনটি সরলরেখার মধ্যে কোনটি বড় বেছে নেওয়া কঠিন বলে মনে হয় তাতে চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। প্রথমে ছবিটি মনোযোগ সহকারে দেখুন। তিনটি সরলরেখার দুই প্রান্তের তির্যক যেখানে শেষ হয়েছে, সেগুলিকে লম্বালম্বি একটি সরলরেখা টানলেই বোঝা যাবে। আসলে, প্রতিটি সরলরেখায় সমান।

Image