GK কুইজ : কোনটি পৃথিবীর একমাত্র জিনিস যা জলে রাখলে গরম হয়ে যায়?

পৃথিবীতে একমাত্র জিনিস কী যা জলে রাখলে গরম হয়ে যায়

General Knowledge Quiz : আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এমতাবস্থায়, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমনই কিছু প্রশ্ন, যার সম্পর্কে আপনি আগে কখনও শোনেননি।

১) প্রশ্নঃ কোন পাখি রাতে একেবারেই দেখতে পায় না?
উত্তরঃ সেই পাখিটি একটি মোরগ, যাকে রাতে একেবারেই দেখা যায় না।

২) প্রশ্নঃ মৃত্যুর পরেও দেহের কোন অংশ ১০ বছর জীবিত থাকে?
উত্তরঃ হৃৎপিণ্ড নিয়ন্ত্রণকারী হার্টের ভাল্বকে ১০ বছর বাঁচিয়ে রাখা যায়।

৩) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে মূল্যবান কোহিনূর হীরা ভারতে কখন এবং কোথায় পাওয়া যায়?
উত্তরঃ আসলে, বিশ্বের সবচেয়ে মূল্যবান কোহিনুর হীরাটি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের গোলকুন্ডা খনিতে পাওয়া গেছে। এই হীরার বয়স প্রায় ৮০০ বছর।

৪) প্রশ্নঃ কোন প্রাণী সময়ের আগেই তার মৃত্যুর কথা জানতে পারে?
উত্তরঃ আসলে, বিচ্ছু হল সেই প্রাণী যে তার মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানে।

৫) প্রশ্নঃ সিংহের আগে কাকে জঙ্গলের রাজা বলা হত?
উত্তরঃ আসলে সিংহের আগে হাতিকে জঙ্গলের রাজা বলা হত।

৬) প্রশ্নঃ আপনি কি জানেন কোন নদীটি ব্রহ্মা গঙ্গা নামে পরিচিত?
উত্তরঃ গোদাবরী নদী ব্রহ্মা গঙ্গা নামে পরিচিত।

৭) প্রশ্নঃ কোন দেশের আইন সমগ্র বিশ্বের সবচেয়ে কঠোর আইন?
উত্তরঃ সৌদি আরব হল সেই দেশ যেখানে আইন সমগ্র বিশ্বের সবচেয়ে কঠোর আইন।

৮) প্রশ্নঃ কোন প্রাণীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ​​পাওয়া যায়?
উত্তরঃ হাতির শরীরে সর্বাধিক রক্ত ​​পাওয়া যায়।

৯) প্রশ্নঃ আপনি কি জানেন কোন দেশে সোনা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ আমাদের দেশ ভারতে সোনা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

Image

১০) প্রশ্নঃ কোনটি পৃথিবীর একমাত্র জিনিস যা জলে রাখলে গরম হয়ে যায়?
উত্তরঃ আসলে, কলিচুন একমাত্র জিনিস যা জলে রাখলে গরম হয়ে যায়।