বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি? যা ভারতেই রয়েছে, প্রতি কেজির দাম ৫ লক্ষ টাকা

বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি? যার কেজিতে মূল্য ৫ লক্ষ টাকা

General Knowledge Quiz : ভারতবর্ষের উর্বর মাটিতে এমন অনেক ফসল জন্মে যেগুলি বিদেশে কোটি কোটি টাকায় বিক্রি হয়। এরই মধ্যে এমন একটি মসলা রয়েছে যাকে বিশ্বের সবচেয়ে দামি মসলা হিসেবে গণ্য করা হয় এবং এর মূল্য প্রতি কেজিতে পাঁচ লক্ষ টাকা। জানেন কোনটি? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর জেনে নিন।

১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে ১৩ মাসে বছর হয়?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে ইথিওপিয়া দেশটিতে ১৩ মাসে বছর হয়।

২) প্রশ্নঃ ভারতের কোন অঞ্চলে রক্ত বৃষ্টি হয়েছিল?
উত্তরঃ ২০০১ সালের ২৫ জুলাই কেরালাতে রক্ত বৃষ্টি হয়েছিল।

Image

৩) প্রশ্নঃ জানেন ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি?
উত্তরঃ ভারতবর্ষের সবচেয়ে বড় জেলাটি হল গুজরাটের কচ্ছ জেলা, যার আয়তন ৪৫ হাজার ৬৭৪ বর্গ কিলোমিটার।

৪) প্রশ্নঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে না?
উত্তরঃ নেপাল স্বাধীনতা দিবস পালন করে না।

৬) প্রশ্নঃ বর্তমানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম শহর কোনটি?
উত্তরঃ লিবিয়ার আল আজিজিয়া নগরী পৃথিবীর উষ্ণতম শহর নামে পরিচিত।

Image

৭) প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গটি প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়?
উত্তরঃ মানবদেহের ভ্রু প্রতি দুই মাস অন্তর পরিবর্তন হয়।

৮) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে কোন দেশে?
উত্তরঃ ভারতবর্ষে বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে।

৯) প্রশ্নঃ ARMY কথাটির পূর্ণরূপ কী?
উত্তরঃ ARMY কথাটির পূর্ণরূপ হলো Alert Regular Mobility Young.

Image

১০) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দামি মশলা কোনটি?
উত্তরঃ জাফরানকে বিশ্বের সবচেয়ে দামি মসলা হিসেবে বিবেচিত করা হয়। এর মূল্য প্রতি কেজিতে প্রায় পাঁচ লক্ষ টাকা। কাশ্মীরের জাফরানকে সবচেয়ে উৎকৃষ্ট মানের বলে মনে করা হয়।