GK : ভারতের কোন রাজ্যকে হিন্দি, ইংরেজি ও বাংলা তিনটি ভাষায় ভিন্ন নামে ডাকা হয়?

তিনটি ভাষায় ভিন্ন নামে ডাকা হয় ভারতের কোন রাজ্যকে?

General Knowledge Quiz : মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশোনা শেষ করার পর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। এই সময় তারা বিভিন্ন ম্যাগাজিন, কুইজ ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জানার চেষ্টা করে। ফলে তারা যেকোনো চাকরির পরীক্ষাতেও বাজিমাত করে। আজকের প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্য সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়?
উত্তরঃ সিকিমে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ হয়।

২) প্রশ্নঃ কোন ধরনের বনভূমি ভারতের সর্বাধিক পরিমাণে দেখা যায়?
উত্তরঃ ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি।

৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যের?
উত্তরঃ ঝাড়খন্ড।

) প্রশ্নঃ তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে?
উত্তরঃ ২০১৪ সালের ২রা জুন।

) প্রশ্নঃ সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নথিভুক্ত করা হয়েছে কীসের জন্য?
উত্তরঃ ম্যানগ্রোভ বনভূমির জন্য (Mangrove Forests)।

Image

৬) প্রশ্নঃ ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় ৮০ শতাংশ কোথায় রয়েছে?
উত্তরঃ দামোদর উপত্যকায় (Damodar Valley)।

৭) প্রশ্নঃ ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেনী অবস্থিত?
উত্তরঃ লুসাই পর্বতশ্রেণী ভারত ও মায়ানমারের মধ্যে অবস্থিত।

৮) প্রশ্নঃ কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণে সোনা আমদানি করা হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।

৯) প্রশ্নঃ এশিয়ান গন্ডার দেখতে পাওয়া যায় ভারতের কোথায়?
উত্তরঃ আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এশিয়ান গন্ডার দেখতে পাওয়া যায়।

১০) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে হিন্দি, ইংরেজি ও বাংলা তিনটি ভাষায় ভিন্ন নামে ডাকা হয়?
উত্তরঃ বাংলায় পশ্চিমবঙ্গ (Paschim Banga),
ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল (West Bengal)
আর হিন্দিতে পশ্চিম বাঙ্গাল (Paschim Bangal)