একমাত্র ভারতীয় হিসেবে কোন বোলার ODI-তে দুইবার ৬ উইকেট নিয়েছেন, জানেন?

কোন ভারতীয় বোলার ODI-তে দুবার ৬ উইকেট নিয়েছেন

Indian Bowlers : ২০২৩ এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজ (Mohammad Sira) ৬টি উইকেট নিয়ে ভারতীয় ওডিআই ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগারের চতুর্থ স্থানে উঠে এসেছেন। ১১তম ভারতীয় খেলোয়াড় হিসেবে একটি ওডিআই ম্যাচে ৬টি উইকেট নিয়ে কৃতিত্ব নিজের নামে করেছেন তিনি। তবে আপনি কি জানেন কোন ভারতীয় খেলোয়াড় দু’বার ৬ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন?

আসলে, এখানে যে ভারতীয় বোলারের কথা বলা হয়েছে তিনি কয়েক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবে আইপিএল দলের হয়ে তাকে বোলিং কোচ হিসেবে দেখা যায়। তিনি তার সময়ে অন্যতম সেরা ভারতীয় ফাস্ট বোলার ছিলেন। সাদা বলের ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো এবং ভারতীয় দলকে অনেক ম্যাচ জিততে সহায়তাও করেছেন।

Image

আসলে এখানে যে খেলোয়াড়ের কথা বলা হয়েছে তিনি আর কেউ নন, ভারতীয় দলের প্রাক্তন বাঁ হাতি ফাস্ট বোলার আশীষ নেহেরা (Ashish Nehra)। তিনি একমাত্র ভারতীয় বোলার যিনি ওয়ানডে ক্রিকেটে দুবার ছয় উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আর উল্লেখযোগ্য বিষয় হলো তিনি দুবারই বিদেশের মাটিতে তার বোলিংয়ের দাপট দেখিয়েছেন।

আশীষ নেহেরা, প্রথমবার ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন এবং ভারত ৮২ রানে জয়লাভ করে। এরপর ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে ৫৯ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। তবে নেহেরার এত ভালো বোলিং এর পরেও ভারতীয় দলকে ব্যাটিং ব্যর্থতার কারণে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল।

Image

প্রসঙ্গত আশীষ নেহেরা ১৯৯৯ সালে ভারতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ পান। এরপর ২০০১ সালে ওয়ানডেতে অভিষেক হয় এবং ২০১৭ সাল পর্যন্ত খেলেন। তিনি তার বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারে ১৭ টেস্টে ৪৪ উইকেট, ১২০ ওডিআইতে ১৫৭ উইকেট এবং ২৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪ উইকেট নিয়েছেন।