GK ক্যুইজ : আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের প্রায় সমান সমান কোন দেশটি?

বিশ্বের কোন দেশটির আয়তন পশ্চিমবঙ্গের প্রায় সমান?

General Knowledge Quiz : বর্তমানে সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এটি মানুষের নলেজকে যেমন বাড়িয়ে তোলে, তেমনি স্মার্ট করে তুলতে সাহায্য করে। প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্ন গুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ পুরো পৃথিবীতে প্রতি বছর মানুষের সংখ্যা কতজন বেড়ে যাচ্ছে?
উত্তরঃ একটি সার্ভে অনুযায়ী, প্রতিবছর গোটা বিশ্বে প্রায় ৭৭০০০০ মানুষের সংখ্যা বাড়ছে।

২) প্রশ্নঃ শেরশাহের (Shershah) সমাধি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ বিহারের সাসারামে শেরশাহের সমাধি রয়েছে।

৩) প্রশ্নঃ ভারতের কোন মন্দিরকে কালো প্যাগোডা বলা হয়?
উত্তরঃ ওড়িশায় অবস্থিত কোনার্কের সূর্য মন্দিরটি কালো প্যাগোডা (Black Pagoda) নামে পরিচিত।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কী?
উত্তরঃ সুরেখা যাদব (Surekha Yadav) হলেন প্রথম ভারতীয় মহিলা ট্রেন চালক বা লোকো পাইলট।

৫) প্রশ্নঃ পৃথিবীর মোট অক্সিজেনের চাহিদার কত শতাংশ আমাজন জঙ্গল (Amazon forest) থেকে আসে?
উত্তরঃ ২০ শতাংশ অক্সিজেন শুধুমাত্র আমাজন জঙ্গল থেকে আসে তাই একে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।

৬) প্রশ্নঃ মানুষের শরীরে লোহিত কণিকার আয়ুকাল কতদিন?
উত্তরঃ লোহিত কণিকার আয়ুকাল ১২০ দিন।

৭) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে দারুচিনি দ্বীপ বলা হয়?
উত্তরঃ আসলে শ্রীলঙ্কা দেশকে দারুচিনির দ্বীপ বলা হয়।

৮) প্রশ্নঃ কোন দেশের মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে?
উত্তরঃ লেবানন দেশের মহিলা পুলিশ মিনি স্কার্ট পরে তাদের দায়িত্ব পালন করে।

৯) প্রশ্নঃ সিকিম রাজ্যে অবস্থিত কোন গিরিপথ তিব্বতে যাওয়ার জন্য ব্যবহার করা হয়?
উত্তরঃ নাথুলা গিরিপথ (Nathula Pass)।

Image

১০) প্রশ্নঃ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের প্রায় সমান সমান কোন দেশটি?
উত্তরঃ মধ্য ইউরোপের দেশ হাঙ্গেরি (Hungary) আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের প্রায় সমান। (পশ্চিমবঙ্গের আয়তন ৮৮,৭৫২ বর্গ কিলোমিটার আর হাঙ্গেরির ৯৩,০৩০ বর্গ কিলোমিটার)।