GK কুইজ : বলুন তো কোন প্রধানমন্ত্রী কে ফাঁসি দেওয়া হয়েছিল?

ফাঁসির সাজা পেয়ে মৃত্যুবরণ করেন কোন দেশের প্রধানমন্ত্রী?

General Knowledge Quiz: সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা আপনাকে দেশ ও বিদেশের নানান তথ্য দেবে। এর মাধ্যমে অনেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। এমনকি ইন্টারভিউতেও বেশিরভাগ প্রশ্ন সাধারণ জ্ঞানের ভিত্তিতেই করা হয়। তাই এই প্রতিবেদনে তেমনই কিছু প্রশ্নের উত্তর সহ নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ ভারতের প্রাকৃতিক রবার সবচেয়ে বেশি উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তরঃ কেরালা।

২) প্রশ্নঃ ভারতীয় প্রমাণ সময় ও গ্রীনিচ সময়ের মধ্যে পার্থক্য কত ঘন্টা?
উত্তরঃ ৫ ঘন্টা ৩০ মিনিট।

৩) প্রশ্নঃ কোন মুঘল সম্রাটের দুইবার রাজ্যভিষেক হয়েছিল?
উত্তরঃ ঔরঙ্গজেবের।

৪) প্রশ্নঃ কোনটি ভারতের সবচেয়ে নগরায়িত রাজ্য?
উত্তরঃ গোয়া।

৫) প্রশ্নঃ ভারতের সবচেয়ে কম বনভূমির রাজ্য কোনটি?
উত্তরঃ হরিয়ানা।

৬) প্রশ্নঃ ভারতের সাথে কোন দেশগুলি স্থল ও জলের সীমানা ভাগ করেছে?
উত্তরঃ পাকিস্তান, বাংলাদেশ ও মায়ানমার।

৭) প্রশ্নঃ কোন দেশের মানুষদের কমপক্ষে ২-৩ বছর আর্মি ট্রেনিং নিতে হয়?
উত্তরঃ ইজরায়েল।

Image

৮) প্রশ্নঃ ভারতের কত শতাংশ কৃষি এলাকা বৃষ্টির উপনির্ভর করে?
উত্তরঃ ৫৫% এলাকা বৃষ্টির উপর নির্ভর করে।

৯) প্রশ্নঃ হলদিঘাটের যুদ্ধে মহরানা প্রতাপ এর সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ আফগান সর্দার হাকিম খান।

১০) প্রশ্নঃ ভারতের সাথে সবচেয়ে ছোট আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের?
উত্তরঃ আফগানিস্তানের, যা মাত্র ১০৬ কিলোমিটার।

১১) প্রশ্নঃ ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখার নাম কি?
উত্তরঃ ম্যাকমোহন লাইন।

Image

১২) প্রশ্নঃ ভারতের কোন কৃষিপ্রধান রাজ্যে গম চাষ হয় না?
উত্তরঃ তামিলনাড়ু।

১৩) প্রশ্নঃ শাহজাহান আগ্রা থেকে মুঘলের রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন?
উত্তরঃ দিল্লি।

১৪) প্রশ্নঃ ভারতের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তরঃ ওড়িশার চিলকা হ্রদ।

Image

১৫) প্রশ্নঃ কোন দেশের প্রধানমন্ত্রী কে ফাঁসি দেওয়া হয়েছিল?
উত্তরঃ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে (Zulfikar Ali Bhutto) ১৯৭৯ সালের ১৩ই এপ্রিল ফাঁসি দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়।