ODI-তে সেরা বোলিং ফিগার রয়েছে যে ৫ ভারতীয় বোলারের, ৪র্থ স্থানে উঠে এলেন সিরাজ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের শীর্ষ-৫ বোলিং ফিগার

Top-5 Bowling Figures : ২০২৩ এশিয়া কাপের (2023 Asia Cup) ফাইনাল যেন শ্রীলঙ্কানদের কাছে এক দুঃস্বপ্নের মতো রয়ে গেল। এই ম্যাচে সিরাজের বিষাক্ত বোলিংয়ে কার্যত ধরাশায়ী হয় শ্রীলঙ্কানরা। মাত্র ২১ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট। পুরো শ্রীলঙ্কা দল ৫০ রানে গুটিয়ে যায় আর ভারত ১০ উইকেটে জয়ের পাশাপাশি অষ্টমবারের শিরোপা জিতল। এই প্রতিবেদনে, ODI-তে ভারতীয় বোলারদের শীর্ষ পাঁচটি বোলিং ফিগারের কথা বলা হয়েছে।

৫) আশিস নেহেরা (Ashish Nehra) : ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ২৫১ রানের টার্গেট রেখেছিল। এরপর ভারতীয় বাঁ হাতি ফাস্ট বোলার আশিস নেহারার দুর্দান্ত বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানরা কার্যত উড়ে যায়। নেহরা ১০ ওভারে মাত্র ২৩ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। ম্যাচটি ভারত ৮২ রানে জয়লাভ করে।

৪) মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) : ২০২৩ এশিয়া কাপের ফাইনালে সিরাজের বোলিংয়ের শ্রীলঙ্কার দম আটকে যায় মাত্র ৫০ রানে। তার ৭ ওভারের বিষাক্ত স্পেলে ৬ জন ব্যাটসম্যানকে প্যাভিলিওনে ফেরান আর এইভাবে তিনি ভারতীয় ওডিআই-র ইতিহাসে সেরা বোলিং (৬-২১) ফিগারের তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নেন।

৩) জাসপ্রিত বুমরাহ (Jasprit Bumrah) : এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বর্তমান ভারতীয় দলের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। ২০২২ সালে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড দল মাত্র ১১০ রানে গুটিয়ে যায় এবং ভারত ১০ উইকেটে ম্যাচটি জয়লাভ করে।

২) অনিল কুম্বলে (Anil Kumble) : প্রাক্তন ভারতীয় লেগস্পিনার অনিল কুম্বলে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ১৯৯৩ সালে হিরো কাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত ২২৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল। এরপর বল হাতে অনিল কুম্বলে ৬.১ ওভারে মাত্র ১২ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়ে ভারতকে ১০২ রানে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।

১) স্টুয়ার্ট বিন্নি (Stuart Binney) : ভারতীয় ওডিআই ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং ফিগারের তালিকায় শীর্ষে রয়েছেন স্টুয়ার্ট বিন্নি। ২০০৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে স্টুয়ার্ট বিন্নি তার বোলিং দিয়ে আতঙ্ক তৈরি করেছিলেন। প্রথমে ভারতীয় দল ১০৫ রান করলেও স্টুয়ার্ট বিন্নির দুর্ধর্ষ বোলিংয়ে বাংলাদেশ মাত্র ৫৮ রানে গুটিয়ে যায়। স্টুয়ার্ট বিন্নি ৪.৪ ওভারে মাত্র ৪ রান দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন। প্রায় দুই দশক ধরে এই রেকর্ড ভারতীয়দের কাছে অধরাই হয়ে রইল।