GK কুইজ : বিশ্বের কোন দেশটি ‘মিনি পাঞ্জাব’ নামে পরিচিত? 

মিনি পাঞ্জাব নামে পরিচিত বিশ্বের কোন দেশটি?

General Knowledge Quiz: বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় ভারতীয়রা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। তবে এমন একটি দেশ রয়েছে যেখানে গেলে আপনার মনে হবে পাঞ্জাব রাজ্যে চলে এসেছেন। অসংখ্য পাঞ্জাবি বসবাস করায় ওই দেশটিকে ‘মিনি পাঞ্জাব’ও বলা হয়েছে। আপনি কি জানেন কোনটি? এই প্রতিবেদনে তেমনি কিছু আকর্ষণীয় প্রশ্নের উত্তর নিয়ে আসা হল।

১) প্রশ্নঃ ই-মেইলের আবিষ্কর্তা একজন ভারতীয়, জানেন তিনি কে?
উত্তরঃ শিবা আয়্যাদুরাই।

২) প্রশ্নঃ কোন অঙ্গ আমাদের রক্তকে বিশুদ্ধ করে?
উত্তরঃ কিডনি।

৩) প্রশ্নঃ কোন রাজ্যের সর্বাধিক পরিমাণে কয়লা উত্তোলন হয়?
উত্তরঃ ঝাড়খণ্ড রাজ্য।

৪) প্রশ্নঃ আয়তনের দিক থেকে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য স্থান কত?
উত্তরঃ ১৪ তম।

৫) প্রশ্নঃ মিস ওয়ার্ল্ড হওয়ার পর কত টাকা পান?
উত্তরঃ ১০ কোটি টাকা।

৬) প্রশ্নঃ হীরা প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষ।

৭) প্রশ্নঃ পেপসি কোন দেশের কোম্পানি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের।

৮) প্রশ্নঃ ভারতে কুম্ভমেলা কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১২ বছর।

৯) প্রশ্নঃ ১৮৫৭ সালের মহাবিদ্রোহে শহীদ হওয়া প্রথম বিপ্লবী কে ছিলেন?
উত্তরঃ মঙ্গল পান্ডে (Mangal Pandey)।

১০) প্রশ্নঃ ISRO এর পুরো নাম কী?
উত্তরঃ ISRO-র পুরো নাম Indian Space Research Organization.

১১) প্রশ্নঃ ঝাড়খণ্ড আলাদা হওয়ার আগে কোন রাজ্যের অংশ ছিল?
উত্তরঃ বিহার।

১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে নারিকেল উৎপাদন হয়?
উত্তরঃ কেরালা।

১৩) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল কোনটি?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস।

১৪) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম জাতীয় মহাসড়ক কোনটি?
উত্তরঃ জাতীয় সড়ক ৪৪ (NH 44) ভারতের মধ্যে দীর্ঘতম। এটি শ্রীনগর থেকে শুরু হয়ে কন্যাকুমারীতে সমাপ্ত হয় (৪১১২ কিমি.)।

১৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে ‘মিনি পাঞ্জাব’ বলা হয়?
উত্তরঃ কানাডা। ২০২১ সালের হিসাবে কানাডার ২.৬% মানুষ ভারতীয় পাঞ্জাবী। যার সংখ্যা প্রায় ১০ লক্ষের কাছাকাছি।