GK Quiz: বিশ্বের এই দেশটিরও সরকারি ভাষা হিন্দি, একে ‘লিটিল ইন্ডিয়া’ও বলা হয়?

‘লিটিল ইন্ডিয়া’ বলা হয় বিশ্বের কোন দেশটিকে?

General Knowledge Quiz: আজকের সময়ে যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সের অনেক বেশি প্রয়োজন। এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এই সম্পর্কিত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, যার সম্পর্কে হয়ত আগে কখনও শোনেননি। এবার এক নজরে দেখে নিন…

১) প্রশ্ন: পেশীয় ব্যথার চিকিৎসায় কোন রশ্মিটি ব্যবহৃত হয়?
ক) অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি
খ) অণুতরঙ্গ বা মাইক্রোওয়েভ
গ) অতিবেগুনী বা আলট্রা ভায়োলেট
ঘ) এক্স রশ্মি
উত্তর: ক) অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি (Infrared rays)
— পেশীয় ব্যথা, চিন্তার চিকিৎসার জন্য অবলোহিত রশ্মি ব্যবহৃত হয়।

Image

২) প্রশ্ন: দিল্লিতে অবস্থিত ‘শান্তিবন’ সমাধিটি কার?
ক) জহরলাল নেহেরু
খ) ইন্দিরা গান্ধী
গ) লালবাহাদুর শাস্ত্রী
ঘ) রাজীব গান্ধী
উত্তর: ক) জওহরলাল নেহেরু (Jawaharlal Nehru)
—দিল্লির কেন্দ্রস্থলে শান্তিবন হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সমাধিস্থল। এটি যমুনা নদীর পশ্চিমে ও রাজঘাটের উত্তরে অবস্থিত।

৩) প্রশ্ন: বাংলায় ভক্তি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন?
ক) নামদেব
খ) শ্রীচৈতন্য
গ) রামনন্দ
ঘ) রামানুজ
উত্তর: খ) শ্রীচৈতন্য (Sri Chaitanya)
— নবদ্বীপ ছিল শ্রীচৈতন্যের ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র।

Image

৪) প্রশ্ন: ‘ওনাম’ কোন রাজ্যের বিখ্যাত উৎসব?
ক) মহারাষ্ট্র
খ) গুজরাট
গ) রাজস্থান
ঘ) কেরালা
উত্তর: ঘ) কেরালা (Kerala)
— দক্ষিণ ভারতের কেরল রাজ্যের মলয়ালি জাতির মাঝে পালিত ধান কাটার একটি বাৰ্ষিক উৎসব।

Image

৫) প্রশ্ন: বিশ্বের কোন দেশটিকে ‘ছোট্ট ভারত’ বলা হয়?
ক) কানাডা
খ) ফিজি
গ) ত্রিনিদাদ ও টোবাগো
ঘ) মরিশাস
উত্তর: খ) ফিজি (Fiji)
— ওশিয়ানিয়া মহাদেশের দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর ছোট্ট দ্বীপরাষ্ট্র ফিজি, যাকে ‘ছোট্ট ভারত’ বা ‘লিটিল ইন্ডিয়া’ বলা হয়। এই দেশটিতে ৩৮% মানুষ হিন্দিতে কথা বলেন। এখানকার সরকারী ভাষাও হিন্দি। এমনকি দেশটির বর্তমান প্রধানমন্ত্রীও ভারতীয় বংশোদ্ভূত।