GK প্রশ্ন : ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ চালু হয়েছিল? নাম শুনলে অবাক হবেন

দেশের কোন শহরে প্রথম বিদ্যুৎ চালু হয়েছিল

General Knowledge Quiz : আপনি যদি সরকারি বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলি নিয়মিত জেনে রাখা উচিত। মেধাবী ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি এই ধরনের তথ্যগুলোও জেনে রাখে। এমনকি ইন্টারভিউতেও এ ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ বলুন তো অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ অযোধ্যা সরযূ নদীর তীরে অবস্থিত।

২) প্রশ্নঃ কোন দেশ জলের নিচে WiFi চালু করেছে?
উত্তরঃ ইতালি জলের নিচে ওয়াইফাই চালু করেছে।

Image

৩) প্রশ্নঃ বাবাকে কোন গাছের সাথে তুলনা করা হয়?
উত্তরঃ বট গাছকে বাবার সাথে তুলনা করা হয়।

৪) প্রশ্নঃ মানুষ প্রথম কোন প্রাণী দুধ খেয়েছিল?
উত্তরঃ ভেড়ার দুধ মানুষ প্রথম খেয়েছিল।

৫) প্রশ্নঃ কোন দেশের আকার বুটের মত?
উত্তরঃ ইতালি দেশের আকার বুটের মতো।

৬) প্রশ্নঃ শচীন টেন্ডুলকার কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ ২০১৩ সালে।

৭) প্রশ্নঃ লুডোই সাপ সিঁড়ি খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষে।

৮) প্রশ্নঃ সমুদ্রের রাজা কাকে বলা হয়?
উত্তরঃ তিমি মাছকে সমুদ্রের রাজা বলা হয়।

৯) প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন।

Image

১০) প্রশ্নঃ ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ চালু হয়েছিল?
উত্তরঃ ১৮৭৯ সালে ব্রিটিশযুগে বিদ্যুৎ প্রথম চালু হয় কলকাতা শহরে।