GK প্রশ্ন : বাংলার কোন মাসে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল? ৯৯% মানুষের অজানা

ভারতবর্ষের স্বাধীন হয়েছিল বাংলার কোন মাসে?

General Knowledge Quiz : আমরা ইংরেজি ক্যালেন্ডারে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট দিনকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। কিন্তু জানেন কি এদিন বাংলার কোন মাস ও তারিখ ছিল? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা আপনার সহায়ক হতে পারে।

১) প্রশ্নঃ জনসংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে আছে কোন দেশ? 
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র।

২) প্রশ্নঃ কোন ভিটামিনের পরিমাণ শরীর থেকে কমে গেলে মানুষের রাতকানা রোগ হয়?
উত্তরঃ ভিটামিন এ।

৩) প্রশ্নঃ নীল আর্মস্ট্রং কতক্ষন চাঁদের বুকে কাটিয়েছিলেন?
উত্তরঃ দু’ঘণ্টা ৩১ মিনিট।

Relive Apollo 11! Watch Neil and Buzz walk on moon in restored footage -  YouTube

৪) প্রশ্নঃ বাদুড়ের মাংস খেলে কোন রোগ হতে পারে?
উত্তরঃ বাদুড়ের মাংস খেলে নিপা ভাইরাসের মত ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়তে পারে।

৫) প্রশ্নঃ তাজমহল তৈরি করতে মোট কতগুলি হাতিকে ব্যবহার করা হয়েছিল?
উত্তরঃ তাজমহল প্রায় ১০০০ হাতি ব্যবহার করা হয়েছিল।

৬) প্রশ্নঃ ভারতের মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ সত্যনারায়ণ গঙ্গারাম পিত্রোদা।

৭) প্রশ্নঃ কোন প্রজাতির মশা কামড়ালে ডেঙ্গু রোগটি হয়?
উত্তরঃ এডিস মশাটি কামড়ালে ডেঙ্গু রোগ হয়।

৮) প্রশ্নঃ দাবা খেলার আবিষ্কার কোন দেশে হয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষে দাবা খেলার আবিষ্কার হয়।

৯) প্রশ্নঃ টাইটানিক: ২ জাহাজটি কত সাল থেকে চলাচল করা শুরু করে?
উত্তরঃ ২০২২ সাল থেকে।

Image

১০) প্রশ্নঃ জানেন বাংলার কোন মাসে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল?
উত্তরঃ ১৩৫৪ বঙ্গাব্দের ২৯ শ্রাবণ, শুক্রবার দিন ভারত স্বাধীন হয়েছিল।