GK প্রশ্ন : পশ্চিমবঙ্গের কোন শহরটি ‘ব্ল্যাক সিটি বা কালো শহর’ নামে পরিচিত?

ব্ল্যাক সিটি নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন শহরটি?

General Knowledge Quiz : ভারতবর্ষের প্রতিটি শহর কোনও না কোনও কারণে বিখ্যাত। এজন্য তাদের একাধিক ছদ্মনামও রয়েছে। এই প্রতিবেদনে এমনি একটি শহরের কথা বলা হয়েছে যা পশ্চিমবঙ্গে অবস্থিত ও তাকে ব্ল্যাক সিটি বা কালো শহর নামে ডাকা হয়। জানেন কোনটি? এই প্রতিবেদনে তেমনি কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন পশুর সবচেয়ে বেশি দামে বিক্রি হয়?
উত্তরঃ সিংহীর দুধ সবচেয়ে বেশি দামি বিক্রি হয়।

২) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
উত্তরঃ রিপোর্ট অনুযায়ী, সোমালিয়া (Somalia) বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ। এখানে দুর্নীতি, নিরাপত্তাহীনতা, জলদস্যুতা ও রাজনৈতিক অস্থিতিশীলতা এদেশের প্রধান সমস্যা।

Image

৩) প্রশ্নঃ বিখ্যাত টুথপেস্ট ব্রান্ড কোলগেট (Colgate) কোন দেশের কোম্পানি?
উত্তরঃ কোলগেট একটি আমেরিকান কোম্পানি।

৪) প্রশ্নঃ জানেন মহাকাশে যাওয়া প্রাণী কী ছিল?
উত্তরঃ মহাকাশে যাওয়ার প্রথম প্রাণী ছিল একটি কুকুর, যার নাম লাইকা (Laika)।

৫) প্রশ্নঃ ভারত ছাড়াও পদ্ম আর কোন দেশের জাতীয় ফুল?
উত্তরঃ ভারত ছাড়াও পদ্ম ভিয়েতনাম ও মিশরের জাতীয় ফুল।

৬) প্রশ্নঃ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা (Canberra), আর বৃহত্তম শহর সিডনি।

Image

৭) প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতি ভবনে মোট কতগুলি কক্ষ রয়েছে?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি ভবনে মোট ৩৪০টি কক্ষ আছে।

৮) প্রশ্নঃ কোন প্রাণী তার মৃত্যুর আগে থেকেই জেনে যায়?
উত্তরঃ কাঁকড়াবিছা একমাত্র প্রাণী তার মৃত্যুর আগে থেকেই জেনে যায়।

৯) প্রশ্নঃ কোন প্রাণী দুধের রঙ গোলাপি রঙের?
উত্তরঃ আসলে জলহস্তির দুধ গোলাপি রঙের হয়ে থাকে।

Image

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন শহরটি ‘ব্ল্যাক সিটি বা কালো শহর’ নামে পরিচিত?
উত্তরঃ কলকাতাকে (Kolkata) ব্ল্যাক সিটি বা কালো শহর নামে ডাকা হয়।