GK কুইজ : দেশের কোন শহরটি ‘শীততাপ নিয়ন্ত্রিত শহর’ নামে পরিচিত?

‘এয়ার কন্ডিশনড সিটি’ নামে পরিচিত দেশের কোন শহরটি?

GK Quiz: সরকারি হোক বা বেসরকারি যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সম্পর্কে জেনে রাখা উচিত। কারণ বেশিরভাগ পরীক্ষাগুলিতে জেনারেল নলেজের ভিত্তিতেই প্রশ্ন করা হয়। এছাড়া কৌতুহল মানুষেরা এগুলি পড়তেও পছন্দ করেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সর্বাধিক জেলা রয়েছে?
উত্তরঃ উত্তরপ্রদেশে ৭৫টি।

২) প্রশ্নঃ পৃথিবীর একমাত্র কোন প্রাণী যে লাফাতে পারে না?
উত্তরঃ হাতি।

৩) প্রশ্নঃ কোন গ্রামের মানুষ পাখির ভাষায় কথা বলে?
উত্তরঃ তুরস্কের কুসকয় (Kuscay) নামক গ্রামটিতে পাখির ডাকে কথা বলা হয়।

৪) প্রশ্নঃ একদিনেরও কম সময়ে হেঁটে ঘুরে ফেলা হয় কোন অপূর্ব দেশটি?
উত্তরঃ লিচটেনস্টাইন (Liechtenstein), যার আয়তন ১৬০ বর্গ কিলোমিটার। (মধ্য ইউরোপের একটি ক্ষুদ্র দেশ)।

৫) প্রশ্নঃ ভারতের কোন শহরকে রূপোলী শহর বলা হয়?
উত্তরঃ ওড়িশার কটক শহরকে।

৬) প্রশ্নঃ ভারতবর্ষের সবচেয়ে বড় রেল জংশন কোনটি?
উত্তরঃ মথুরা জংশন (Mathura Junction) হলো দেশের সবচেয়ে বড় রেল জংশন, যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল।

Image

৭) প্রশ্নঃ ভারতের প্রথম রেললাইন পাতা শুরু হয়েছিল কবে?
উত্তরঃ ১৮৪৭ সালের ২১ আগস্ট।

৮) প্রশ্নঃ ভারতের কোন শহরটি হলুদ নামে পরিচিত?
উত্তরঃ রাজস্থানের জয়সলমীর।

৯) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে জুতো পড়ে ঢোকা নিষেধ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশের গ্রাম ভেমানা ইন্দলু।

১০) প্রশ্নঃ ভারতের দীর্ঘগামী ননস্টপ ট্রেন কোনটি?
উত্তরঃ রাজধানী এক্সপ্রেস, যা রাজস্থানের কোটা থেকে একটানা গুজরাটের ভাদোদরা স্টেশনে থামে এই ৫২৮ কিমি অতিক্রম করতে প্রায় ৬ ঘন্টা লাগে।

১১) প্রশ্নঃ মহাত্মা গান্ধী দেশের কোন শহরেকে ‘চিরসবুজ শহর’ বলে আখ্যায়িত করেন?
উত্তরঃ কেরলের রাজধানী তিরুবনন্তপুরম (Thiruvananthapuram)।

Image

১২) প্রশ্নঃ একে অপরকে চড় কষানো খেলাটির নাম কি?
উত্তরঃ থাপ্পড় কবাডি (Thappad Kabaddi), পাকিস্তানের এই খেলা বেশ জনপ্রিয়।

১৩) প্রশ্নঃ ভারতে রয়েছে ‘পাকিস্তান’ নামে গ্রাম একটি গ্রাম, জানেন সেটি কোথায়?
উত্তরঃ ঝাড়খণ্ডের দেওঘর জেলায় সারাথ ব্লকের একটি ছোট্ট গ্রামের নাম পাকিস্তান।

১৪) প্রশ্নঃ দেশের দীর্ঘতম রুটের ট্রেন কোনটি?
উত্তরঃ আসামের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যাওয়ার বিবেক এক্সপ্রেস (Vivek Express) হল দেশের সবচেয়ে লম্বা রুটের ট্রেন। গন্তব্যে পৌঁছাতে ৭৬ ঘণ্টা সময় নেয়।

১৫) প্রশ্নঃ দেশের কোন শহরটি ‘শীততাপ নিয়ন্ত্রিত শহর’ নামে পরিচিত?
উত্তরঃ বেঙ্গালুরু।