GK কুইজ : ভারতের কোন শহরকে ‘ভালোবাসার শহর’ বলা হয়?

‘ভালোবাসার শহর’ বলা হয় ভারতের কোন শহরকে?

General Knowledge Quiz : আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞানের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। আপনার পাঠ্য বিষয়ের মতো সাধারণ জ্ঞানকেও সিলেবাসের সূচিতে ধরা হয়। এর মাধ্যমে নলেজকে বাড়িয়ে তোলা সম্ভব। এই প্রতিবেদনের মাধ্যমে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল….

১) প্রশ্নঃ কোন খেলোয়াড় ফুটবল ও ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন?
উত্তরঃ স্যার ভিভ রিচার্ডস (Sir Viv Richards) একমাত্র খেলোয়াড়, যিনি ফুটবল আর ক্রিকেট দুটোরই বিশ্বকাপে অংশ গ্রহণ করেছেন।

২) প্রশ্নঃ ভারতীয় গণপরিষদ বা সংবিধান গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৪৬ সালে।

৩) প্রশ্নঃ এশিয়া ও আফ্রিকার মাঝে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ লোহিত সাগর (Red Sea)।

৪) প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রকাশিত প্রথম ডাকটিকিটে কি লেখা ছিল?
উত্তরঃ আজাদ হিন্দ।

৫) প্রশ্নঃ কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়?
উত্তরঃ ভুটানকে (Bhutan)।

৬) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন হয়?
উত্তরঃ গুজরাট (Gujarat)।

৭) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকাটি কবে গৃহীত হয়েছিল?
উত্তরঃ ১৯৪৭ সালের ২২ শে জুলাই। এদিনটি ভারতের জাতীয় পতাকার জন্মদিন বলে পালিত হয়।

৮) প্রশ্নঃ ভারতের প্রথম বিমান চলাচল কবে শুরু হয়েছিল?
উত্তরঃ ১৯১১ সালে।

৯) প্রশ্নঃ কার প্রচেষ্টায় সতীদাহ প্রথাকে বেআইনি বলে ঘোষণা করা হয়?
উত্তরঃ রাজা রামমোহনের (Raja Rammohan) প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিক সতীদাহ প্রথাকে বেআইনি বলে ঘোষণা করেন।

১০) প্রশ্নঃ আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় তার নাম কী?
উত্তরঃ ব্ল্যাক ফুট।

১১) প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় কত সালে দেওয়ানি লাভ করেছিল?
উত্তরঃ ১৭৬৫ সালে।

১২) প্রশ্নঃ ভারতবর্ষের ‘বিসমার্ক’ কাকে বলা হয়?
উত্তরঃ সর্দার বল্লভভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel) কে ।

১৩) প্রশ্নঃ সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু।

১৪) প্রশ্নঃ কে বাংলার ‘লক্ষীবাঈ’ (Lakshibai) নামে পরিচিত?
উত্তরঃ মেদিনীপুরের রানী শিরোমণি (Rani Shiromani)।

১৫) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ‘ভালোবাসার শহর’ বলা হয়?
উত্তরঃ আগ্রাকে (Agra) ভারতের ‘ভালবাসা শহর’ বলা হয়, কারণ এখানেই স্থাপিত হয়েছে ভালোবাসা নিদর্শন তাজমহল।