সাধারণ জ্ঞান কুইজ : জানেন কোন প্রাণীটি মানুষের সবচেয়ে বড় ‘শত্রু’?

বলুন তো মানুষের সবচেয়ে বড় শত্রু কোন প্রাণীটি?

General Knowledge Quiz: আপনি যদি প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আপনার মধ্যে সাধারণ জ্ঞানের প্রশ্ন জেনে রাখা উচিত। আসলে যারা ইন্টারভিউ নেন তারা বেশিরভাগ সাধারণ জ্ঞানের উপরেই প্রশ্ন করেন।

১) প্রশ্ন: এমন কোন নদী যার নাম শুনেছেন কিন্তু কেউ কখনো বয়ে যেতে দেখেনি?
ক) ব্রহ্মপুত্র
খ) কাবেরী
গ) সরস্বতী
ঘ) লুনী
উত্তর: গ) সরস্বতী
— বিভিন্ন ধর্মগ্রন্থে সরস্বতী নদীর উল্লেখ পাওয়া গেলেও বর্তমানে এই নদীটির কোন অস্তিত্ব নেই। কথিত আছে, ১০০০ বছর আগে ভারতের কয়েকটি বড় বড় শহরের উপর দিয়ে প্রবাহিত হতো। ভূতাত্ত্বিকদের মতে, একটি বিশাল ভূমিকম্প হওয়ায় এই নদীর প্রবাহ আরেক নদীতে মিশে গিয়ে, বিলীন হয়ে যায়।

Image

২) প্রশ্ন: কার্গিল যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) মনমোহন সিং
খ) অটল বিহারী বাজপেয়ী
গ) পি ভি নরসিমা রাও
ঘ) এইচডি দেবগৌড়া
উত্তর: খ) অটল বিহারী বাজপেয়ী
— কার্গিল যুদ্ধ হলো একটি সশস্ত্র সংঘাত যা ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৯৯ সালের মে থেকে জুলাই পর্যন্ত কাশ্মীরের কার্গিল জেলায় সংঘটিত হয়েছিল। অনুপ্রবেশ রুখতে ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন বিজয়’ শুরু করে এবং আনুষ্ঠানিকভাবে ২৬শে জুলাই শেষ হয়ে বলে এই দিনটি কার্গিল বিজয় দিবস হিসেবে পালিত হয়।

Image

৩) প্রশ্ন: বিমানে যাত্রার সময় মোবাইল ফোনটিকে ফ্লাইট মোড করতে বলা হয় কেন?
ক) বিমানের রেডিও সিগন্যালে ত্রুটি দেখা দেওয়া।
খ) ভ্রমণের আনন্দ থেকে বিরত থাকা।
গ) মোবাইলটি বিস্ফোরণ হওয়ার আশঙ্কা।
ঘ) প্যাসেঞ্জাররা বিরক্ত হবেন।
উত্তর: ক) বিমানের রেডিও সিগন্যালে ত্রুটি দেখা দেওয়া।
— বিমানে যাত্রীদের ফ্লাইট মোড অন করতে এই কারণেই বলা হয় যাতে বিমানের রেডিও সিগন্যালে কোনো ত্রুটি দেখা না দেয়। আসলে সেলুলার নেটওয়ার্ক রেডিও সিগন্যালে প্রবেশ করে ভুল সংকেত প্রেরণ করে। এই সময় পাইলটরা বিভ্রান্তিতে পড়েন। এমনকি বিমানটি বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পারে। সুতরাং, এই কারণেই মোবাইলে ফ্লাইট মোড এর সিস্টেম দেওয়া থাকে।

Image

৪) প্রশ্ন: পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কী?
ক) তাল
খ) খেজুর
গ) আম
ঘ) ছাতিম
উত্তর: ঘ) ছাতিম
— পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম হল ছাতিম গাছ। এর ইংরেজি নাম Devil’s Tree। গাছটি প্রায় ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। গাছটির বৃদ্ধি অনেক ধীর গতিতে হয়। ছাতিম গাছের ছাল ওষুধ তৈরির কাজে খুবই গুরুত্বপূর্ণ।

৫) প্রশ্ন: কোন প্রাণী মানুষের সবচেয়ে বড় ‘শত্রু’ বলে পরিচিত?
ক) বাঘ
খ) কুমির
গ) মশা
ঘ) সাপ
উত্তর: গ) মশা
— মশা মানুষের সবচেয়ে বড় ‘শত্রু’ বলে পরিচিত। জেনে অবাক হবেন, প্রতি বছর মশার কামড়ে, সারা বিশ্বে গড়ে প্রায় ৭ লক্ষ মানুষের প্রাণ যায়। তাই এই অতি ক্ষুদ্র প্রাণীটিকে নিরীহ ভেবে অবহেলা করা একেবারেই উচিত নয়।