GK প্রশ্ন : বলুন তো ডাবের মধ্যে জল কোথা থেকে আসে?

জানেন নারকেলের মধ্যে জল কোথা থেকে আসে?

General Knowledge Quiz : নারকেলই একটিমাত্র ফল, যার ভিতরে এত জল থাকে। এই জল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকার। কিন্তু জানেন কী নারকেলের মধ্যে জল কোথা থেকে আসে? এর উত্তর না জানা থাকলে, এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর।

১) প্রশ্নঃ ভারতীয় এক টাকার নোটে কার সই থাকে?
উত্তরঃ ভারতের অর্থ সচিবের।

Image

২) প্রশ্নঃ একটা মানুষ আর একটা জোঁকের DNA-র মধ্যে কত শতাংশ মিল থাকে?
উত্তরঃ প্রায় ৭০ শতাংশ।

৩) প্রশ্নঃ চক্ষুদানের সময় চোখের কোন অংশটা দান হিসেবে নেওয়া হয়?
উত্তরঃ চোখের কর্নিয়া।

৪) প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছাপা কবিতাটির নাম কি ছিল?
উত্তরঃ ভারতভূমি।

৫) প্রশ্নঃ পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে মোট কতগুলি দেশের সীমানা আছে?
উত্তরঃ তিনটি দেশের সীমান আছে। যথা ভুটান বাংলাদেশ ও নেপাল।

৬) প্রশ্নঃ আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম দেশ।

৭) প্রশ্নঃ সব থেকে রামধনু কোথায় বেশি দেখতে পাওয়া যায়?
উত্তরঃ হাওয়াই দ্বীপে সব থেকে বেশি রামধনু দেখতে পাওয়া যায়।

Image

৮) প্রশ্নঃ ভারতের দুধের বালতি বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয়।

৯) প্রশ্নঃ পৃথিবীর প্রথম মানুষের গায়ের রং কী ছিল?
উত্তরঃ পৃথিবীর প্রথম মানুষের গায়ের রং ছিল কালো।

১০) প্রশ্নঃ বলুন তো ডাবের মধ্যে জল কোথা থেকে আসে?
উত্তরঃ আসলে, নারকেলের ভিতরের জল, যা আমরা পান করে থাকি, তা গাছের এন্ডোস্পার্মের অংশ। নারকেল গাছ তার ফলকে জল সংরক্ষণের জন্য ব্যবহার করে।