ফ্লপ হিরোর সঙ্গে প্রেম, অল্প বয়সে স্বামীর মৃত্যু, ‘অমর সঙ্গী’র ঝিলিক কোথায় হারিয়ে গেলেন?

Vijayata Pandit: প্রসেনজিতের ‘অমর সঙ্গী’ (Amar Sangee) ছবিটি দেখেননি এমন সিনেমাপ্রেমী খুবই কমই রয়েছেন। সমাজের দুটি ভিন্ন স্তর থেকে উঠে আসা তরুন-তরুনীর প্রেমের গল্পে মেতে উঠেছিল গোটা বাংলা। এই ছবিতে মুখ্য চরিত্র দেখা গিয়েছিল প্রসেনজিতের (Prosenjit Chatterjee) পাশাপাশি বিজয়েতা পণ্ডিতকে। তাদের রসায়ন কাঁপিয়ে দিয়েছিল পর্দা। কিন্তু সেই অভিনেত্রী এখন কোথায় জানেন? 

বলিউডের এক বিখ্যাত পরিবারের মেয়ে বিজয়েতা (Vijayata Pandit)। বিখ্যাত সঙ্গীত পরিচালক যতীন ও ললিত পণ্ডিত তার দাদা। এদিকে অভিনেত্রী-গায়িকা সুলক্ষণা পণ্ডিত সম্পর্কে বিজয়েতার দিদি। বিজয়েতা রূপ ও ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে অভিনেতা রাজেন্দ্র কুমার তাকে ‘লাভ স্টোরি’ ছবিতে নায়িকা হিসেবে বেছে নিয়েছিলেন। সেই ছবির হাত ধরে রাজেন্দ্রর ছেলে কুমার গৌরব (Kumar Gaurav) অভিনেতা হিসেবে বলিউডে পা রাখেন। 

Image

‘লাভ স্টোরি’ ছবিটি বক্স অফিসে ভালোই সাফল্য পেয়েছিল। একইভাবে কুমার গৌরবের সাথে বিজয়েতার জুটিও দর্শকদের পছন্দ হয়। জানা যায়, এই ছবির শুটিং চলাকালীনই নাকি নায়কের প্রেমে পড়ে যান অভিনেত্রী বিজয়েতা। কিন্তু কুমার গৌরবের বাবা রাজেন্দ্র প্রসাদ সেই সম্পর্ক কোনভাবেই মেনে নেননি।

শোনা যায়, কুমার গৌরবকে ভালোবেসেই বিজয়েতার ক্যারিয়ার শেষ হয়ে যায়। তাদের দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছবি করাও বন্ধ করে দেন বিজয়েতা। টানা ৪ বছর আর কোনো ছবিতে দেখা যায়নি অভিনেত্রীকে। এরপর বেশ কিছু ছবির হাত ধরে রুপোলি পর্দায় ফিরে আসেন। কিন্তু খুব একটা সাফল্য পাননি।

এদিকে কুমার গৌরবও নায়ক হিসেবে দর্শকদের মনে দাগ কাটতে পারেননি। কুমার গৌরবের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী বিজয়েতা আরো একবার নতুন করে প্রেমে পড়েন। ১৯৮৬ সালে পরিচালক সমীর মালকনকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি, মাত্র দু বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। 

এরপর অভিনেত্রী বিজয়েতা মানসিকভাবে প্রবল ভেঙে পড়লে সকলের আড়ালে চলে যান। এই সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন পরিচালক আদেশ শ্রীবাস্তব। তারা সম্পর্কে জড়ান এবং ১৯৯০ সালে বিজয়েতা তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু ২০১৫ সালে তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে সেইসব কাটিয়ে সামলে উঠেছেন বিজয়েতা।