একটা ছেলে ও একটা মেয়ে পরীক্ষায় A+ পেয়েছে, বলুন তো এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান?

Interview Questions: ইন্টারভিউ দেওয়ার নাম শুনে অনেক শিক্ষার্থী কিছুটা নার্ভাস হয়ে পড়েন। চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয় তখন সাধারণ জ্ঞানের পাশাপাশি জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আবার কখনো কখনো তাদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন ঘুরিয়ে করা হয় যার ফলে তারা সহজেই ঘাবড়ে যান। যদিও প্রশ্নগুলো শুনে কঠিন মনে হলেও তার মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ভেতর কী গ্যাস থাকে? 
উত্তরঃ নাইট্রোজেন গ্যাস।

২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে?
উত্তরঃ ছয়টি।

৩) প্রশ্নঃ গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে কী বলে?
উত্তরঃ ছায়াপথ।

৪) প্রশ্নঃ ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল কত সালে?
উত্তরঃ ১৯১১ সালে।

৫) প্রশ্নঃ মরীচিকার জন্য দায়ী কোনটি?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

৬) প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তরঃ পাম্পাস তৃণভূমি।

Image

৭) প্রশ্নঃ পেট্রোলে কোন ধাতু মেশানো হয়?
উত্তরঃ সীসা।

৮) প্রশ্নঃ হ্যারিকেন ঝড়ের উদ্ভব হয় কোন সাগরে?
উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে।

৯) প্রশ্নঃ কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি রয়েছে?
উত্তরঃ ২০০০ টাকার নোটে।

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের ‘রূপকার’ কাকে বলা হয়?
উত্তরঃ ড. বিধানচন্দ্র রায়।

১১) প্রশ্নঃ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
উত্তরঃ ত্বক।

১২) প্রশ্নঃ বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া পরিবর্তন দেখা যায়?
উত্তরঃ ট্রাপোস্ফিয়ার বা ক্ষুব্ধমন্ডল।

১৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কী?
উত্তরঃ কয়লা।

১৪) প্রশ্নঃ সাম্প্রতিক কোন দেশের ফুটবল ফেডারেশনকে সাসপেন করেছে FIFA কাউন্সিল?
উত্তরঃ পাকিস্তান।

১৫) প্রশ্নঃ একটা ছেলে ও একটা মেয়ে পরীক্ষায় A+ পেয়েছে, বলুন এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান?
উত্তরঃ সঠিক উত্তর হবে ছেলেটা কারণ মেয়েরা বুদ্ধিমতী হয়।