বঙ্গে কবে ঢুকছে বর্ষা? রাজ্যের ৬টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের আশঙ্কা

মহা ঘূর্ণিঝড় আমফানের রেশ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে। চলতি সপ্তাহ জুড়ে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

Rain in Kolkata in next 24 hrs, Monsoon to strike by June 7-9 ...

আগামী শুক্রবার এর মধ্যে কলকাতা সহ রাজ্যের ৬টি জেলায় কালবৈশাখীর প্রবল আশঙ্কা রয়েছে। বুধবার থেকে বৃষ্টি পরিমাণ অনেকটাই বেড়ে যাবে।

কালবৈশাখীর তাণ্ডবে ভাসবে উত্তর ও দক্ষিন ২৪ পরগনা, বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং কলকাতা। এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

The myth of 'rainy Manchester': University research shows dodgy ...

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ জুড়ে বইবে ঝোড়ো হওয়া। এমনকি উত্তরবঙ্গেও ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর ভাসতে চলেছে।

তবে এবারে বর্ষা কিন্তু সঠিক সময়ে ঢুকছে। শেষ কয়েক বছর বর্ষা ঠিক সময়ে না ঢোকার কারণে রাজ্যবাসী গ্রীষ্মের খরতাপে অতিষ্ট হয়ে উঠেছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বাংলায় ঢুকে পড়বে বর্ষা।