ছবির ধাঁধা: এই সাংকেতিক চিহ্ন দুটি দেখে বলতে হবে ছবিতে থাকা যুবতীর নাম কী হবে?

কেবল জিনিয়াসরাই বলতে পারবেন ছবিতে থাকা এই যুবতীর নাম কি হবে

Brain Teaser: আজকাল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়, এর মধ্যে ধাঁধার ছবিগুলি সবচেয়ে মজাদার ও আকর্ষণীয় হয়ে থাকে। অনেকেই একঘেয়েমি দূর করতে এ জাতীয় ধাঁধার সমাধান বের করার চেষ্টা করেন। এর মাধ্যমে আইকিউ লেভেল পরীক্ষা করার একটি ভালো উপায়ও। এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে তেমনি একটি ধাঁধার ছবি।

উপরের ছবিতে দেখতে পাচ্ছেন একজন যুবতীর পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে। একটি চোখ ও অন্যটি তারার সাংকেতিক চিহ্ন। এবার আপনাকে এই দুটি চিহ্ন নির্ণয়ের মাধ্যমে বলতে হবে ছবিতে থাকা এই যুবতীটির কী নাম হবে? তবে আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাহলে আপনার মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক বেশি সক্রিয় ও কার্যকরী।

দাবি করা হয়েছে, এই যুবতীটির নাম কেবল বুদ্ধিমানরাই বলতে সক্ষম হবেন। তাই অনেকে আবার ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরও রহস্য বুঝতে ব্যর্থ হয়েছেন এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। এদিকে যারা ছবিটি দেখা মাত্রই মেয়েটির নাম বলতে পেরেছেন তাদের বুদ্ধির প্রশংসা করতে হয় এবং তারা সত্যিই জিনিয়াস।

তবে আপনার ক্ষেত্রেও যদি যুবতীর নাম বুঝে ওটা কঠিন বলে মনে হয় তাহলে এত চিন্তা করার কিছু নেই, আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকার দেখুন। যুবতীর পাশে থাকা চোখের সমর্থক শব্দ হিসেবে ‘নয়ন’ ধরা হয়েছে আর এদিকে তারা রয়েছে। সুতরাং, নয়ন + তারা দুটি সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় নয়নতারা। অর্থাৎ যুবতীটির নাম হবে ‘নয়নতারা’।

বিশেষজ্ঞদের কথায়, আপনি যত কঠিন ধাঁধার সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। এর পাশাপাশি আপনার মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি আরও সক্রিয় হয়ে উঠবে। ফলে যেকোনও ধরনের সিদ্ধান্তকে সহজেই নিতে পারবেন। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ভিন্নভাবে চিন্তা করলেই ধাঁধার রহস্য বেরিয়ে আসে।