ইন্টারভিউ প্রশ্ন: এমন কী জিনিস যার দাঁত আছে, তবুও কামড়াতে পারে না?

Interview Questions: ইন্টারভিউ এর আগে চাকরিপ্রার্থীদের বিশেষভাবে প্রস্তুতি নিতে হয়। সাধারণ জ্ঞান থেকে শুরু করে সাম্প্রতিক কালের ঘটনাগুলী ভালোভাবে রপ্ত করতে হয়। তবে অনেক সময় প্রার্থীর প্রেজেন্টস অফ মাইন্ডস বোঝার জন্য এমনভাবে ঘুরিয়ে প্রশ্ন করা হয় যাতে তারা সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে। বিগত কয়েক বছরের চাকরি পরীক্ষাগুলিতে এমনি কিছু প্রশ্ন করা হয়েছিল এবার উত্তরসহ দেখে নেওয়া যাক। 

১) প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিকায় রচিত?
উত্তর: সন্ন্যাসী বিদ্রোহ।

২) প্রশ্ন: কুমারসম্ভব মহাকাব্যটি কে রচনা করেন?
উত্তর: কবি কালিদাস।

৩) প্রশ্ন: ইতিহাসে ‘পাগলা রাজা’ নামে পরিচিত কে?
উত্তর: মহম্মদ বিন তুঘলক।

৪) প্রশ্ন: পৃথিবীর প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: সিরিমাভো বন্দরনায়েকে (প্রাক্তন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী)

৫) প্রশ্ন: কোন শহরে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন?
উত্তর: উড়িষ্যার কটক শহরে।

৬) প্রশ্ন: ‘the test of my life’ কোন ক্রিকেটারের আত্মজীবনীর নাম?
উত্তর: যুবরাজ সিং।

৭) প্রশ্ন: ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?
উত্তর: দিল্লি।

৮) প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত?
উত্তর: ১২০০-১৫০০ গ্রাম।

৯) প্রশ্ন: কার আমলে ভারতে ইংরেজি শিক্ষা চালু হয়?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিং।

১০) প্রশ্ন: বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত?
উত্তর: যমুনা।

১১) প্রশ্ন: বেলুন ওড়াতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর: হিলিয়াম গ্যাস।

Image

১২) প্রশ্ন: রাগবি কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: নিউজিল্যান্ড।

১৩) প্রশ্ন: বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: সিরাজউদ্দৌলা।

১৪) প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণীর নাম কি?
উত্তর: চিতাবাঘ, যার গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার।

১৫) প্রশ্ন: এমন কী জিনিস যার দাঁত আছে, তবুও কামড়াতে পারে না?
উত্তর: চিরুনি (প্রার্থীকে বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়েছিল)।