GK কুইজ : বাংলায় যেটা রামের, হিন্দিতে সেটা ইন্দ্রের, বলুন তো জিনিসটা কী?

এমন কোন কোন জিনিস যেটা বাংলায় রামের আর হিন্দিতে ইন্দ্রের?

General Knowledge Quiz : প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি থাকে। কোন সরকারি বা বেসরকারি চাকরির লিখিত পরীক্ষায় বা ইন্টারভিউতে এই ধরনের প্রশ্নগুলি করা হয়। তাই নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে। এক নজরে দেখে নিন…

১) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নাম কী?
উত্তরঃ প্রতিভা পাটিল।

২) প্রশ্নঃ মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল?
উত্তরঃ তামা।

৩) প্রশ্নঃ কোন যুগে বাল্যবিবাহের প্রচলন শুরু হয়েছিল?
উত্তরঃ গুপ্ত যুগে।

৪) প্রশ্নঃ ভারতে কর্কটক্রান্তি রেখা কয়টি রাজ্যের মধ্যে দিয়ে যায়?
উত্তরঃ ভারতে কর্কটক্রান্তি রেখাটি ৮টি রাজ্যের মধ্য দিয়ে যায়। রাজ্যগুলি হলো — গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম।

Image

৫) প্রশ্নঃ ভারতের জলবায়ু কেমন প্রকৃতির?
উত্তরঃ  ভারতের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।

৬) প্রশ্নঃ আম আদমি পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ২০১২ সালের নভেম্বর মাসে।

৭) প্রশ্নঃ চোখের কোন অংশে রঞ্জক থাকে?
উত্তরঃ আইরিস।

৮) প্রশ্নঃ দুধের ঘনত্ব পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তরঃ ল্যাকটোমিটার।

৯) প্রশ্নঃ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত।
উত্তরঃ বেঙ্গালরুতে।

Image

১০) প্রশ্নঃ ভারতে এক টাকার মুদ্রা কারা জারি করেছিল?
উত্তরঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

১১) প্রশ্নঃ ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি?
উত্তরঃ বীণা (মা সরস্বতীর বাদ্যযন্ত্র)।

১২) প্রশ্নঃ কোন ভারতীয় খেলোয়াড় অলিম্পিকে জ্যাভলিন নিক্ষেপ করে স্বর্ণপদক জিতেছেন?
উত্তরঃ নীরজ চোপড়া।

১৩) প্রশ্নঃ পরিবেশের প্রতিরক্ষামূলক ঢাল কাকে বলা হয়?
উত্তরঃ ওজোন স্তরকে।

১৪) প্রশ্নঃ বায়ুমন্ডলে উপস্থিত ওজোন স্তর কোন রশ্মির প্রভাব থেকে আমাদের রক্ষা করে?
উত্তরঃ অতিবেগুনি রশ্মি।

Image

১৫) প্রশ্নঃ বাংলায় যেটা রামের, হিন্দিতে সেটা ইন্দ্রের, বলুন তো জিনিসটা কী?
উত্তরঃ বাংলায় রামধনু আর সেটা হিন্দিতে ইন্দ্রধনু।