GK : ভারতে ‘শূন্য’ টাকার নোট কোন কাজে ব্যবহৃত হয়?

কোন কাজে ব্যবহৃত হতো ‘শূন্য’ টাকার নোট

General Knowledge Quiz : সরকারি অথবা বেসরকারি যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি আসবেই। তাই আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানেরও প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে পাঠকদের উদ্দেশ্যে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যকে ‘নদীর মাতৃভূমি’ বলা হয়?
উত্তরঃ মধ্যপ্রদেশকে ভারতের ‘নদীর মাতৃভূমি’ বলা হয়। কারণ এখানকার ছোট বড় নদীগুলো কৃষকদের জলের চাহিদা পূরণ করে।

২) প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট দেশটি কোনটি?
উত্তরঃ সিল্যান্ড (Sealand) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, যেখানে মাত্র ২৭ জন মানুষ বসবাস করেন।

৩) প্রশ্নঃ কোন প্রাণী ডিম ও দুধ উভয়ই দেয়?
উত্তরঃ প্লাটিপাস (Platypus) নামক একটি প্রাণী দুধ ও ডিম উভয় দেয়।

৪) প্রশ্নঃ বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?
উত্তরঃ ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। ভারতে বর্তমানে জনসংখ্যা ১৪২.৮৬ কোটি।

৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্কুল কোনটি?
উত্তরঃ সুইজারল্যান্ডের রোলে শহরে অবস্থিত ‘ইনস্টিটিউট লে রোসি’ (Institut Le Rosey)। এখানে ১ কোটি ১২ লক্ষ টাকারও বেশি। স্কুলটি দেখতে অনেকটাই কচ্ছপের মত।

৬) প্রশ্নঃ ক্রিকেট নয়, ভারতের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ ভারতের জাতীয় খেলা হকি।

৭) প্রশ্নঃ কোন দেশের নীল রঙের ডিম দেয় এমন মুরগি পাওয়া যায়?
উত্তরঃ চিলিতে।

৮) প্রশ্নঃ রয়্যাল এনফিল্ড (Royal Enfield) কোন দেশের কোম্পানি?
উত্তরঃ ভারতের।

৯) প্রশ্নঃ চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে?
উত্তরঃ ১.৩ সেকেণ্ড।

Image

১০) প্রশ্নঃ ভারতে ‘শূন্য’ টাকার নোট কোন কাজে ব্যবহৃত হয়?
উত্তরঃ পঞ্চম পিলার নামে একটি এনজিওর সংস্থার। ২০০৭ সালে এই নোটটি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর উদ্দেশ্যে এই নোট ছাপা হয়েছিল। আসলে ঘুষ চাওয়া লোকেদের হাতে এটি ধরিয়ে দেওয়া হতো।