ইন্টারভিউ প্রশ্ন: এমন কোন জিনিস ছেলেদের লম্বা ও মেয়েদের গোল হয়?

কী সেই জিনিস যা ছেলেদের লম্বা এবং মেয়েদের গোল হয়?

Interview Questions: সরকারি হোক বা বেসরকারি যেকোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করার স্বপ্ন থাকে প্রতিটা ছাত্রছাত্রীর। এর জন্য তারা বিশেষভাবে প্রস্তুতি নেয়। তবে লিখিত পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ পর্বে পাঠ্য বিষয়ের পাশাপাশি বাইরেও এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে তারা ঘাবড়ে যায়। আসলে এই ধরনের প্রশ্নগুলি যতটা কঠিন মনে হয়, ততটাও না। এর উত্তর অনেক সময় প্রশ্নের মধ্যেই লুকিয়ে থাকে। এবার বিস্তারিত দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ কোন নদীকে বলা হয়?
উত্তরঃ গোদাবরী নদীকে।

২) প্রশ্নঃ ভারতীয় সংবিধানের সংশোধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা (South Africa)।

৩) প্রশ্নঃ ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ জাকার্তা (Jakarta)।

৪) প্রশ্নঃ ভাস্কো-দা-গামা (Vasco da Gama) ভারতের কোথায় প্রথম অবতরণ করেছিলেন?
উত্তরঃ কালিকট বন্দরে।

৫) প্রশ্নঃ মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উত্তরঃ আলাউদ্দিন খলজি (Alauddin Khalji)।

৬) প্রশ্নঃ কত সালে তৈমুর লং ভারত আক্রমণ করে?
উত্তরঃ ১৩৯৮ সালে।

৭) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ কী অঞ্চল নামে পরিচিত?
উত্তরঃ তরাই ও ডুয়ার্স অঞ্চল (Terai and Dooars)।

৮) প্রশ্নঃ কার কাছ থেকে সম্রাট অশোক (Ashoka) বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন?
উত্তরঃ উপগুপ্ত।

৯) প্রশ্নঃ রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ দামোদর (Damodar)।

১০) প্রশ্নঃ ভারতের বন গবেষণাকেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ দেরাদুন।

১১) প্রশ্নঃ ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?
উত্তরঃ রাজ্যসভা (Rajya Sabha)।

১২) প্রশ্নঃ কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠিত হয়?
উত্তরঃ পাঁচ বছর অন্তর।

১৩) প্রশ্নঃ কুচিপুড়ি (Kuchipuri) কোন রাজ্যের লোক নৃত্যশিল্প?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

১৪) প্রশ্নঃ দিলওয়ারা (Dilwara) মন্দির কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থান।

১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস ছেলেদের লম্বা ও মেয়েদের গোল হয়?
উত্তরঃ তিলক (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।