এমন কোন জিনিস মেয়েরা সহ্য করতে পারে না, তবুও বলে আরো বেশি করে দাও?

মেয়েরা সহ্য করতে পারে না তবুও বলে আরো বেশি করে দাও সেটা কী?

Interview Questions: চাকরির পরীক্ষায় লিখিতভাবে সফল হওয়ার পর সেই ব্যক্তিকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা সাধারণ জ্ঞান থেকে শুরু করে বিভিন্ন পাঠ্য বিষয়ের পাশাপাশি মানুষের জীবন সম্পর্কিত এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন, যাতে ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অনেক সময় প্রার্থীরা সহজেই বিভ্রান্ত হয়ে পড়েন। এই প্রতিবেদনে তেমনি কয়েকটি প্রশ্ন ও উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্ন: ইংরেজির কোন অক্ষর ও সংখ্যা ছাড়া মানুষ বাঁচতে পারবে না? উত্তর: O² (অক্সিজেন)। ২) প্রশ্ন: মাদার টেরিজা কোন দেশের মানুষ ছিলেন? উত্তর: মেসিডোনিয়া। ৩) প্রশ্ন: পৃথিবীর দিন ও রাতের মাঝে রেখটিকে কী বলে? উত্তর: টার্মিনেটর। ৪) প্রশ্ন: কোন পাখী আকাশে ডিম পাড়ে, সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় ? উত্তর: হোমা পাখী।

৫) প্রশ্ন: ভারতের যোগের শহর (Yoga City) কাকে বলা হয়? উত্তর: ঋষিকেশ। ৬) প্রশ্ন: ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুষিক বলে অভিহিত করেন ? উত্তর: শিবাজীকে। ৭) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র কোনটি? উত্তরঃ অগ্নি-৫। ৮) প্রশ্নঃ বিশ্বের কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে? উত্তরঃ রাশিয়া।

৯) প্রশ্নঃ কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তরঃ গুজরাটের আহমেদাবাদ। ১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন শহরকে ‘ভারতের গ্লাসগো’ বলে? উত্তরঃ হাওড়া। ১১) প্রশ্ন: কোন দেশের রাজধানী তার প্রথম প্রেসিডেন্টের নাম অনুসারে? উত্তর: আমেরিকা (জর্জ ওয়াশিংটনের নাম অনুসারে রাজধানীর নাম হয় ওয়াসিংটন, ডি. সি.)।

১২) প্রশ্ন: কত সালে ভারত থেকে ব্রহ্মদেশ পৃথক হয়? উত্তর: ১৯৩৭ সালে। ১৩) প্রশ্ন: কোন পাখি তার মাকে কখনো দেখতে পাই না? উত্তর: কোকিল। কারণ সে অন্যের বাসায় ডিম পেড়ে উড়ে যায়। ১৪) প্রশ্ন: কার মৃত্যুদিনে ভারতে ‘Anti Terrorism Day’ পালন করা হয়? উত্তর: রাজীব গান্ধী ১৫) প্রশ্ন: এমন কোন জিনিস মেয়েরা সহ্য করতে পারে না, তবুও বলে আরো বেশি করে দাও? উত্তর: ফুচকায় ঝাল দেওয়া (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।