ইন্টারভিউ প্রশ্ন: কী এমন জিনিস যা গরুর চারটি ও মেয়েদের দুটি থাকে?

গরুর চারটি ও মেয়েদের দুটি থাকে, সেটা কী?

Interview Questions: দেশের প্রতিটি মেধাবী ছাত্র-ছাত্রী যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য সাধারণ জ্ঞানের পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্যগুলি জানার চেষ্টা করেন। তবে ইন্টারভিউ চলাকালীন প্রার্থীদের উপস্থিত বুদ্ধির যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন এমনভাবে ঘুরিয়ে করা হয় যা শুনে অনেকেই ঘাবড়ে যান। এবার তা দেখে নেওয়া যাক…

১) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি চন্দন (sandalwood) গাছ রয়েছে?
উত্তরঃ কর্ণাটক।

২) প্রশ্নঃ আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
উত্তরঃ নেপচুন (Neptune)।

৩) প্রশ্নঃ পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ কত?
উত্তরঃ ৭১%

৪) প্রশ্নঃ কোন মাটিতে ধান চাষ ভালো হয়?
উত্তরঃ পলি মাটিতে।

৫) প্রশ্নঃ প্রাচীনকালে বাংলা নাম কী ছিল?
উত্তরঃ গৌড় (Gaur)।

৬) প্রশ্নঃ কোন যুগকে ভারতের স্বর্ণযুগ (Golden Age) বলা হয়?
উত্তরঃ গুপ্ত সাম্রাজ্যকে।

৭) প্রশ্নঃ দিল্লির শেষ হিন্দু রাজা কে ছিলেন?
উত্তরঃ পৃথ্বীরাজ চৌহান (Prithviraj Chauhan)।

৮) প্রশ্নঃ ‘নীলদর্পণ’ ইংরেজি ভাষায় অনুবাদ কে করেন?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত (Michael Madhusudan Dutta)।

৯) প্রশ্নঃ শিবাজীর (Shivaji) পর মারাঠা সিংহাসনে বসে ছিলেন কে?
উত্তরঃ শম্ভুজী।

১০) প্রশ্নঃ মানুষের চক্ষুদানের সময়, দাতার চোখের কোন অংশটি নেওয়া হয়?
উত্তরঃ কর্নিয়া।

১১) প্রশ্নঃ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্যানিং (Lord Canning)।

১২) প্রশ্নঃ মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে?
উত্তরঃ লিভার বা যকৃত।

১৩) প্রশ্নঃ স্যাটেলাইট (satellite) শব্দের ফরাসি অর্থ কী?
উত্তরঃ প্রহরী।

১৪) প্রশ্নঃ হিমালয়ের (Himalayas) একটি হ্রদের নাম?
উত্তরঃ রূপকুণ্ড।

১৫) প্রশ্নঃ কী এমন জিনিস যা গরুর চারটি ও মেয়েদের দুটি থাকে?
উত্তরঃ পা (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়।)।

error: Content is protected !!