সাংকেতিক চিহ্ন দুটি মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হতে পারে?

বলুনতো এই ছবিতে থাকা মেয়েটির নাম কী হবে?

Brain Teaser: সোশ্যাল মিডিয়ায় আজকাল নানা ধরনের পোস্ট দেখা যায় এর মধ্যে ধাঁধার ছবিগুলি সবচেয়ে আকর্ষণীয় ও মজাদার (interesting and fun) হয়ে থাকে। তাই অনেকেই নিজের আইকিউ লেভেল (IQ level) পরীক্ষা করার জন্য এজাতীয় ধাঁধাঁগুলির সমাধান করার চেষ্টা করেন। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা ব্যর্থ হন। এই প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে তেমনই একটি ছবি।

ছবিতে আপনি দেখতে পাচ্ছেন একটি মেয়ের পাশে দুটি সাংকেতিক চিহ্ন (symbolic) রয়েছে। সাংকেতিক চিহ্ন দুটি হলো একটি পুত্র সন্তান ও আরেকটি আমের। এবার এই দুটি সাংকেতিক চিহ্ন নির্ণয়ের মাধ্যমে আপনাকে বলতে হবে ছবিতে থাকা মেয়েটির নাম কী হতে পারে। এবার চটপট উত্তর দিন…

সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এই ধরনের ধাঁধাগুলিকে একপ্রকার চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়। যদিও ছবিটির দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরেও অনেকেই ব্যর্থ হয়েছেন মেয়েটির নাম বুঝতে। কিন্তু ইতিমধ্যেই যারা ছবিটির রহস্য খুঁজে পেয়েছেন মানতেই হবে তারা সত্যিকারের জিনিয়াস।

কিন্তু আপনার ক্ষেত্রেও যদি মেয়েটির নাম বুঝে ওঠা কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। মেয়েটির পাশেই রয়েছে একটি পুত্র সন্তান, ইংরেজি অর্থ ‘সন’ (Son) এবং আরেকটি হল আম। এবার এই দুই সাংকেতিক চিহ্ন মিলিয়ে হয় Son+আম=সোনাম। অর্থাৎ মেয়েটির নাম হবে ‘সোনাম’।

সোশ্যাল মিডিয়ায় ধাঁধার ছবিগুলো হামেশাই ভাইরাল হয়। বিশেষজ্ঞদের মতে, আপনি যত কঠিন ধাঁধা সমাধান করার চেষ্টা করবেন তত বেশি স্মার্ট হয়ে উঠবেন। ফলে যেকোনও সিদ্ধান্তকে সহজেই নিতে পারবেন। এর পাশাপাশি আইকিউ লেভেল পরীক্ষা করার একটি ভালো উপায়ও।

error: Content is protected !!