GK কুইজ : ভারতের জাতীয় খাবার কী? এর উত্তর ৯৯% লোকের কাছে নেই

আপনি কি জানেন ভারতের জাতীয় খাবার কোনটি?

General Knowledge Quiz : ভারতবর্ষে প্রতি বছর বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়। এর জন্য ছাত্রছাত্রীরা সাফল্য পেতে কঠোর পরিশ্রম করে। সাধারণত লিখিত পরীক্ষা হওয়ার পর উত্তীর্ণদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। এই সময় বেশিরভাগ মানুষের জীবন সম্পর্কিত এমন অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যার ফলে প্রার্থীরাও বিভ্রান্ত হয়ে পরে। এবার দেখে নেওয়া যাক তেমনই কিছু প্রশ্নের উত্তর

১) প্রশ্নঃ কোন দেশে ইন্টারনেট ব্যবহার করা অবৈধ বলে বিবেচিত হয়?
উত্তরঃ বার্মা দেশে।

২) প্রশ্নঃ ক্রিকেট খেলার জনক কাকে বলা হয়?
উত্তরঃ ডব্লু জি গ্রেস (ইংল্যান্ড)।

৩) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম ট্রেন কোনটি?
উত্তরঃ শেশনাগ (দৈর্ঘ্য ২.৮ কিলোমিটার)।

৪) প্রশ্নঃ কোন দেশকে ‘লিটল ইন্ডিয়া’ বলা হয়?
উত্তরঃ ৩৮% ভারতীয় বসবাসকারী দেশ ফিজি।

৫) প্রশ্নঃ কোথাকার বাসিন্দারা তুষারের ঘর বানিয়ে বাস করে?
উত্তরঃ উত্তর মেরুর।

৬) প্রশ্নঃ কোন পাখির ওজন একটাকা কয়েনের চেয়েও কম?
উত্তরঃ হামিং বার্ড।

৭) প্রশ্নঃ প্রথম ভারতীয় হিসেবে কার আধার কার্ড তৈরি হয়েছিল?
উত্তরঃ রঞ্জনা সোনাওয়ানে।

৮) প্রশ্নঃ এখনো পর্যন্ত কতগুলি দেশ ভারত থেকে আলাদা হয়ে গেছে?
উত্তরঃ ১৫টি দেশ।

৯) প্রশ্নঃ চীনের প্রাচীরের পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম প্রাচীর কোনটি?
উত্তরঃ রাজস্থানের কুম্ভলগড় দুর্গের প্রাচীর।

১০) প্রশ্নঃ কোন দেশের মানুষ মাটির রুটি খায়?
উত্তরঃ ক্যারিবিয়ানের দেশ হাইতির মানুষ।

১১) প্রশ্নঃ ‘সারে জহাঁ সে অচ্ছা হিন্দোসিতাঁ হামারা’, গানটির রচয়িতা কে?
উত্তরঃ মোহাম্মদ ইকবাল।

১২) প্রশ্নঃ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথম সেঞ্চুরি করা খেলোয়াড় কে?
উত্তরঃ লালা অমরনাথ।

১৩) প্রশ্নঃ ভারতবর্ষের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের শিয়ালদহ ভারতের ব্যস্ততম রেলস্টেশন।

১৪) প্রশ্নঃ আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য?
উত্তরঃ আয়তনের বিচারে পশ্চিমবঙ্গ ভারতের ১৪তম রাজ্য। এই রাজ্যের আয়তন ৮৮,৭৫২ বর্গকিলোমিটার।

১৫) প্রশ্নঃ ভারতের জাতীয় খাবার কোনটি?
উত্তরঃ ভারতের জাতীয় খাবার হিসেবে একটা সময় ‘খিচুড়ি’কে স্বীকৃতি দেওয়ার কথা ভাবা হয়েছিল। সেই প্রস্তাব কিন্তু চূড়ান্ত স্বীকৃতি পায়নি সরকারের তরফে। ভারতের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও পৃথক খাদ্যাভ্যাস জনপ্রিয় হওয়ায় এখনও পর্যন্ত কোনও খাবারকেই জাতীয় খাবারের স্বীকৃতি দেওয়া হয়নি।