মস্তিষ্কের ধাঁধা: ছবিতে থাকা এই মেয়েটির নাম কী হবে? বলতে পারলেই আপনি জিনিয়াস

নিজেকে জিনিয়াস প্রমাণ করতে ছবিতে থাকা মেয়েটির নাম কী হবে বলুন

Brain Teaser: রোজই অনেক ধাঁধাই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হচ্ছে। বেশিরভাগ ধাঁধাগুলি মজার জন্য তৈরি করা হয়। সকলের পর্যবেক্ষণ ক্ষমতা সমান হয় না। আর সেই কারণেই এই ধাঁধাগুলি হয়ে ওঠে মজার। কেউ কেউ খুব সহজেই কোনও সমাধান করে ফেলেন। কারও আবার লেগে যায় অনেকটা সময়।

এখানে তেমনি একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে, যেখানে আপনাকে বলতে হবে মেয়েটির নাম কী হবে? মেয়েটির পাশে রয়েছে দুটি সাংকেতিক চিহ্ন – গরু ও গাছ। এবার এই দুটি চিহ্ন নির্ণয়ের মাধ্যমে মেয়েটির নাম বলে ফেলুন। আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন তাহলে আপনার বুদ্ধির প্রশংসনীয় এবং অন্যান্যদের তুলনায় দ্রুত মস্তিষ্ক চলে।

এই ছবিটির মাধ্যমে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে। কেবল জিনিয়াসরাই মেয়েটির নাম বলতে সক্ষম হবেন। তাই অনেকেই চেষ্টা করার পরেও বলতে পারেনি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। এদিকে যারা সহজেই মেয়েটির নামে রহস্য বুঝতে পেরেছেন তারা সত্যিই জিনিয়াস ও তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয়।

আপনার ক্ষেত্রেও যদি এই ধাঁধাটি কঠিন বলে মনে হয় তার জন্য বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। ছবিতে রয়েছে একটি গরু, যাকে গাই বলা হয়েছে। আর তার পাশেই রয়েছে একটি গাছ, যার ইংরেজির অর্থ ট্রি। অর্থাৎ গাই+ট্রি = গায়েত্রী। সুতরাং, মেয়েটির নাম হবে ‘গায়েত্রী’।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ধাঁধা সমাধানের মাধ্যমে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে, ফলে যেকোনও সিদ্ধান্তকে আপনি সহজেই নিতে পারেন। অনেক সময় ছোটখাটো ধাঁধার মাধ্যমে শিশুদের বুদ্ধির বিকাশের ক্ষেত্রেও সহায়তা করে। এছাড়া এগুলি মস্তিষ্কের জন্য ভালো ব্যায়ামও।