ইন্টারভিউ প্রশ্ন: মানুষের শরীরের কোন অঙ্গটি বিদ্যুৎ উৎপাদন করতে পারে?

বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন অঙ্গটির নাম কি?

Interview Questions: সরকারি হোক বা বেসরকারি চাকরি করা নিয়ে উন্মাদনা দেখা যায় বেশিরভাগ তরুণ-তরুণীদের মধ্যে। কিন্তু সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া লোকেরা জানেন যে লিখিত পরীক্ষার পাশাপাশি তাদের ইন্টারভিউ ক্লিয়ার করা কঠিন। অনেক সময় সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয়, যা শুনে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন। পরীক্ষার্থীদের মনের উপস্থিতি পরীক্ষা করার জন্য এই প্রশ্নগুলো করা হয়। তাই প্রার্থীদের আতঙ্কিত না হয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন।

১) প্রশ্নঃ সর্বাধিক বনাঞ্চল বিশিষ্ট রাজ্যের নাম কী?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

২) প্রশ্নঃ কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয়?
উত্তরঃ সুইজারল্যান্ড।

৩) প্রশ্নঃ বরফের উপর জন্মানো উদ্ভিদকে কী বলে?
উত্তরঃ ক্রায়োফাইট (Cryophyte)।

৪) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে কাঠ উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ রাশিয়া।

৫) প্রশ্নঃ সত্যজিৎ রায়ের নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ পথের পাঁচালী।

৬) প্রশ্নঃ চৌরাচৌরি ঘটনাটি কোথায় ও কত সালে ঘটেছিল?
উত্তরঃ ১৯২২ সালে উত্তর প্রদেশের গোরখপুর জেলায়।

৭) প্রশ্নঃ হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ?
উত্তরঃ ক্যান্টিলিভার (Cantilever)।

৮) প্রশ্নঃ ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের পদ্ধতি কে কী বলে?
উত্তরঃ পার্ল কালচার (Pearl culture)।

৯) প্রশ্নঃ শীতকালে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তরঃ তামিলনাড়ু।

১০) প্রশ্নঃ ভগবান বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন?
উত্তরঃ ২৯ বছর বয়সে।

১১) প্রশ্নঃ কলকাতা ভারতের রাজধানী কত সাল পর্যন্ত ছিল?
উত্তরঃ ১৯১১ সাল।

১২) প্রশ্নঃ চাঁদের পাহাড় বইটির লেখক কে?
উত্তরঃ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

১৩) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে কোল উপজাতির মানুষ বসবাস করে?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

Image

১৪) প্রশ্নঃ মানুষের দেহের সবচেয়ে বড় গ্রন্থিটির নাম কি?
উত্তরঃ লিভার বা যকৃৎ (Liver)।

১৫) প্রশ্নঃ মানুষের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপাদন করতে পারে? 
উত্তরঃ মানুষের মস্তিষ্ক বিদ্যুৎ উৎপন্ন করে।