GK প্রশ্ন : ভারতের কোন গ্রামে প্রতিটি বাড়ি থেকে একজন করে IPS ও IAS-র জন্ম হয়েছে?

এই গ্রামটিকে বলা হয় IPS ও IAS-র কারখানা

Interview Questions: সাধারণ জ্ঞান যার যত বেশি হবে তার আত্মবিশ্বাসও তত বেশি হবে। এগুলি মনে রাখার জন্য মুখস্ত করতে হয় না এবং মানুষ এগুলোকে পড়তে ভালোবাসে। আপনি যদি সরকারি হোক বা বেসরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অবশ্যই জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো..

১) প্রশ্নঃ বিশ্বের কোন মহাসাগর তৃষ্ণার্ত মহাসাগর নামে পরিচিত?
উত্তরঃ আটলান্টিক মহাসাগর।

২) প্রশ্নঃ সাভানা তৃণভূমি কোথায় অবস্থিত?
উত্তরঃ আফ্রিকার দক্ষিণ সুদানে অবস্থিত।

৩) প্রশ্নঃ গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
উত্তরঃ মঙ্গোলিয়ায়।

৪) প্রশ্নঃ সংস্কৃত ব্যাকরণের জনক কাকে বলা হয়?
উত্তরঃ মহর্ষি পাণিনিকে।

৫) প্রশ্নঃ ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তরঃ ডঃ ভিমরাও আম্বেদকর

৬) প্রশ্নঃ পৃথিবীর গভীরতম গর্ত কোনটি?
উত্তরঃ মারিয়ানা ট্রেঞ্চ (প্রশান্ত মহাসাগর)।

Image

১৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দামি কাঠ কোনটি?
উত্তরঃ আফ্রিকান ব্লাকউড, এটি কেবল আফ্রিকার ঘন জঙ্গলেই পাওয়া যায়। যার মূল্য প্রতি কেজিতে ১০ লক্ষ টাকা।

৮) প্রশ্নঃ মুহাম্মদ ঘোরি কবে প্রথম ভারত আক্রমণ করেন?
উত্তরঃ ১১৭৫ খ্রিস্টাব্দে।

৯) প্রশ্নঃ কোন গাছে একবারই ফল ধরে?
উত্তরঃ কলাগাছ।

১০) প্রশ্নঃ ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সর্বোচ্চ পাহাড় কোনটি?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।

১১) প্রশ্নঃ ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি?
উত্তরঃ জিম করবেট জাতীয় উদ্যান, উত্তরাখণ্ড।

Image

১২) প্রশ্নঃ ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ কোথায় প্রযোজ্য ছিল?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।

১৩) প্রশ্নঃ ভারতের বৃহত্তম দুধ উৎপাদনকারী রাজ্য কোনটি?
উত্তরঃ উত্তর প্রদেশ।

১৪) প্রশ্নঃ ভারতের কোন শহরে সর্বাধিক ধরে বৃষ্টিপাত হয়?
উত্তরঃ চেরাপুঞ্জি, মেঘালয়।

১৫) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে প্রতিটি বাড়ি থেকে একজন করে IPS ও IAS-র জন্ম হয়েছে?
উত্তরঃ  গ্রামটির নাম মাধোপট্টি, এটি উত্তরপ্রদেশের জৌনপুর জেলার। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন: 👉 ভারতের যে গ্রামে প্রতিটি ঘরে আইপিএস ও আইপিএস-র জন্ম