GK প্রশ্ন : রামায়ন কথাটির বাংলা মানে কী? ৯৯% মানুষ জানে না! আর আপনি?

রামায়ণ শব্দটির বাংলায় মানে অর্থ কী?

General Knowledge Quiz : ভারতবর্ষের দুটি প্রধান মহাকাব্য রয়েছে তা হলো রামায়ণ ও মহাভারত। রামায়ণের ঘটনা সম্পর্কিত আমরা প্রায় সবকিছু জানি, কিন্তু আপনি কি জানেন ‘রামায়ণ’ কথাটির বাংলা মানে কী? এই প্রতিবেদনে এমনই কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ কোন দেশের নর্দমায় রঙিন মাছ ছাড়া থাকে?
উত্তরঃ জাপান দেশের নর্দমায় রঙিন মাছ ছাড়া থাকে। আসলে এখানকার নর্দমাগুলি এতটাই স্বচ্ছ যে, সবকিছুই দৃশ্যমান হয়।

২) প্রশ্নঃ আমাদের চোখ কোন রঙ সবথেকে ভালো দেখতে পায়?
উত্তরঃ হলুদ রঙ আমাদের চোখ সবথেকে ভালো দেখতে পায়।

৩) প্রশ্নঃ আমরা জন্মগতভাবে দুটি ভয় নিয়ে জন্মগ্রহণ করি, জানেন কি কি?
উত্তরঃ জোরালো শব্দ আর পড়ে যাবার ভয়।

৪) প্রশ্নঃ কোন দেশের পতাকায় গাছের পাতা ছবি থাকে?
উত্তরঃ কানাডা দেশের পতাকা ম্যাপেল গাছের পাতার ছবি থাকে।

Image

৫) প্রশ্নঃ একটা ময়ূর পৃথিবীতে প্রায় কত বছর জীবিত থাকে?
উত্তরঃ একটা ময়ূর প্রায় কুড়ি বছর জীবিত থাকে।

৬) প্রশ্নঃ ভিটামিনের রাজা কোন ফলকে বলা হয়?
উত্তরঃ পেঁপেকে ভিটামিনের রাজা বলা হয়।

৭) প্রশ্নঃ থাইল্যান্ডে রামায়ণকে কী বলা হয়?
উত্তরঃ থাইল্যান্ডে রামায়ণকে রামকিয়েন বলে।

৮) প্রশ্নঃ বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশটির নাম কী?
উত্তরঃ ভুটান বিশ্বের প্রথম কার্বন মুক্ত দেশ।

৯) প্রশ্নঃ মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়টির নাম কী?
উত্তরঃ মানুষের শরীরের সবচেয়ে বড় হাড়টির নাম ফিমার, যা আমাদের উরুতে অবস্থিত।

১০) প্রশ্নঃ জানেন রামায়ন কথাটির বাংলা মানে কী?
উত্তরঃ রামায়ন কথাটির বাংলা মানে হলো ‘রামের যাত্রা’।