GK প্রশ্ন : জানেন ভারতের কোন ট্রেনটি যাত্রীদের থেকে একটি টাকাও ভাড়া নেয় না?

যাত্রীদের থেকে এক টাকাও ভাড়া নেয় না ভারতের কোন ট্রেনটি?

General Knowledge Quiz : ট্রেন যাত্রীদের মাঝেমধ্যেই ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষ দেখা যায়। তবে ভারতবর্ষে এমন একটি ট্রেন রয়েছে যা গত ৭৫ বছর ধরে বিনামূল্যে পরিষেবা দিচ্ছে। এই ট্রেনে কোনো TTE ও নেই। আপনি কি জানেন সেই ট্রেনের নাম? এই প্রতিবেদনে এমনই কয়েকটি অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন কোন দেশে মোটা হওয়াকে অপরাধ বললে গণ্য করা হয়?
উত্তরঃ জাপান দেশে মোটা হওয়াকে অপরাধ বলে গণ্য করা হয়।

২) প্রশ্নঃ বলুন তো কোন গাছের কাঠ দিয়ে দেশলাই কাঠি তৈরি হয়?
উত্তরঃ গেওয়া গাছের কাঠ দিয়ে।

৩) প্রশ্নঃ কোন হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে?
উত্তরঃ ডোপামিন নামক হরমোন আমাদের মনকে খুশি করতে সাহায্য করে।

৪) প্রশ্নঃ শিক্ষকরা কেন লাল কালির কলম ব্যবহার করেন?
উত্তরঃ ছাত্রদের লেখাতে ভুল হলে সেই অংশকে চিহ্নিত করার জন্য শিক্ষকরা লাল কালির কলম ব্যবহার করেন।

৫) প্রশ্নঃ ভারতের কোন মাসে বেশি জুয়া খেলার আসর বসে?
উত্তরঃ আইপিএল খেলার সময় সব থেকে বেশি জুয়ার আসর বসে। (বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপগুলির জন্য, এটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত)

Image

৬) প্রশ্নঃ বুদ্ধিমান মানুষের হাতে লেখা খারাপ হয় কেন?
উত্তরঃ আসলে বুদ্ধিমান মানুষেরা যত তাড়াতাড়ি ভাবতে পারে, তত তাড়াতাড়ি লিখতে পারে না, সেই কারণেই তাদের হাতে লেখা খারাপ হয়।

৭) প্রশ্নঃ জানেন ভারতের জাতীয় গাছ কোনটি?
উত্তরঃ বটগাছকে ভারতের জাতীয় গাছ বলা হয়।

৮) প্রশ্নঃ কোন প্রাণী জন্মাবার সময় প্রায় ৭-৮ ফুট উপর থেকে নিচে পড়ে?
উত্তরঃ জিরাফের বাচ্চারা জন্মবার সময় প্রায় ৭-৮ ফুট উপর থেকে নিচে পড়ে।

৯) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার সবুজ রঙটি কীসের প্রতীক?
উত্তরঃ কর্মশক্তি এবং আশার প্রতীক।

Image

১০) প্রশ্নঃ জানেন ভারতের কোন ট্রেনটি যাত্রীদের থেকে একটি টাকাও ভাড়া নেয় না?
উত্তরঃ আসলে, ভাকরা নাঙ্গাল ট্রেনটি যাত্রীদের থেকে একটি টাকাও ভাড়া নেয় না। গত ৭৫ বছর ধরে ভাকরা-নাঙ্গাল বাঁধের মধ্য দিয়ে ট্রেনটি যাত্রীদের বিনামূল্যে ভ্রমণ করায়।