কী এমন জিনিস যা মাসে আপনার কাছে একবার আসে, কিন্তু ২৪ ঘণ্টা হতেই ফিরে যায়?

Interview Questions: বিভিন্ন সরকারি হোক বা বেসরকারি চাকরি পরীক্ষার জন্য সারাবছর ছাত্রছাত্রীরা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যাতে তারা বিভ্রান্ত হন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে…

১) প্রশ্নঃ জাতির মেরুদন্ড (backbone of the nation) হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছে?
উত্তরঃ শিক্ষকদের।

২) প্রশ্নঃ কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ মধ্যপ্রদেশ।

৩) প্রশ্নঃ কত সালে বিপ্লবী সূর্য সেনের (Surya Sen) ফাঁসি দেওয়া হয়?
উত্তরঃ ১৯৩৪ সালে।

৪) প্রশ্নঃ বুলবুল ঝড়ের (Bulbul Storm) নামকরণ করেছে কোন দেশ?
উত্তরঃ পাকিস্তান।

৫) প্রশ্নঃ বৃক্কের গঠনগত কার্যগত এককের নাম কি?
উত্তরঃ নেফ্রন (Nephron)।

৬) প্রশ্নঃ ‘হকির যাদুকর’ বলা হয় কাকে?
উত্তরঃ মেজর ধ্যানচাঁদকে (Major Dhyan Chand)।

৭) প্রশ্নঃ ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
উত্তরঃ ডিম্বাশয় (Ovary)।

৮) প্রশ্নঃ পন্ডিত রবিশঙ্কর (Pandit Ravi Shankar) কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তরঃ  সেতার।

৯) প্রশ্নঃ হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন?
উত্তরঃ হিউয়েন সাং (Hiuen Sang)।

১০) প্রশ্নঃ কোন দেশকে ‘রামধনুর দেশ’ বলা হয়?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা (South Africa)।

১১) প্রশ্নঃ বিশ্বের প্রথম ‘সুপার মারিও’ (Super Mario) থিম পার্ক শুরু করল কোন দেশ?
উত্তরঃ জাপান।

১২) প্রশ্নঃ ‘গ্রেট রেড স্পট’ (Great Red Spot) কোন গ্রহে দেখা যায়?
উত্তরঃ বৃহস্পতি।

১৩) প্রশ্নঃ কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
উত্তরঃ বেগুনি।

১৪) প্রশ্নঃ মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বস্তরে রয়েছে?
উত্তরঃ কেরালা (Kerala)।

১৫) প্রশ্নঃ কী এমন জিনিস যা মাসে আপনার কাছে একবার আসে, কিন্তু ২৪ ঘণ্টা হতেই ফিরে যায়?
উত্তরঃ তারিখ।