জানেন PhD-কে বাংলায় কী বলা হয়? ৯৯% মানুষের অজানা

বাংলায় পিএইচডি-কে কি বলে?

আপনি নিশ্চয়ই এমন অনেক শব্দ শুনেছেন, যার আক্ষরিক অর্থ জানতে খুবই কম আগ্রহ হবেন। আসলে এই ধরনের শব্দগুলো প্রায় মুখে মুখে ব্যবহার হয় কিন্তু খুব কম জনই তার অর্থ জানেন। তেমনি একটি শিক্ষামূলক শব্দ হলো, পিএইচডি (PhD) যেটি যেকোন বিষয়ের সর্বোচ্চ শিক্ষা হিসেবে বিবেচিত হয়।

Image

পিএইচডি একটি উচ্চস্তরের শিক্ষাগত ডিগ্রী। মাস্টার্স কোর্স বা ব্যাচেলার ডিগ্রিলাভ করার পরেই আপনি পিএইচডি করতে পারেন। যাদের পিএইচডি ডিগ্রি রয়েছে সেই সকল ব্যক্তিদের নামের আগে ডক্টর (Dr.) উপাধিটি যুক্ত হয়ে যায়। এটি সাধারণত অধ্যাপক বা গবেষক বিজ্ঞানী হিসেবে কাজ করার জন্য এই ডিগ্রিটি প্রয়োজন।

Image

সম্প্রতি অনলাইন Quora-তে কিছু লোক এই বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। একজন ব্যবহারকারী বলেন PhD-কে বাংলায় কী বলা হয়? আপনিও এই প্রশ্ন শুনে আপনার মাথায় চুলকাতে শুরু করবেন, কারণ খুব কম জনই এর পূর্ণরূপ জানেন। এই প্রতিবেদনে এই শব্দটির সম্পর্কে বলা হয়েছে।

আমাদের দেশে বাংলাভাষী মানুষের সংখ্যা নেহাত কম নয়। হিন্দির পরেই দ্বিতীয় সর্বোচ্চ কথ্যভাষা হলো বাংলা। এটাও সত্য যে এমন অনেক শব্দ রয়েছে যেগুলোকে আমরা ইংরেজি শব্দ হিসেবে ব্যবহার করি।

Image

এবার আসা যাক আসল কথায়। PhD-র বাংলা সম্পর্কে অনেকেই নানান মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন বিদ্যাবাচস্পতি উপাধি বলা হয়। এখানে বিদ্যা মানে হল জ্ঞান আর বাচস্পতি মানে হলো পন্ডিত।

আসলে পিএইচডির ফুল ফর্ম হল Doctor of Philosophy (ডক্টর অব ফিলোসফি)। এছাড়া এটি ডক্টরেট ডিগ্রী নামে পরিচিত। যে কারণে পিএইচডি ডিগ্রি ধারণকারীরা তাদের নামের আগে ডক্টর উপাধি ব্যবহার করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি পাশাপাশি বিশ্বের কয়েকটি বিশ্ববিদ্যালয় পিএইচডিকে DPhil বলা হয়।