বলুন তো বাংলায় সিগারেটকে কি বলে? এটি বেশিরভাগ মানুষেরই অজানা

একমাত্র ধূমপাইরাই ভালোভাবে বোঝাতে পারবেন সিগারেট টানার কতটা সুখ! হাজার হাজার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পিপীলিকার পাখা ওরা মরিবার তরে। তবে এই প্রতিবেদনে আজ সিগারেট কেন খাবেন না এই বিষয়ে কোনও কিছু বলা হয়নি। আর যারা খান তাদের এই বিষয়ে কিছু যায় আসে না। তবে সিগারেট সম্পর্কে এমন একটা তথ্য রয়েছে যা, অনেকেরই অজানা। বলুন তো বাংলায় সিগারেটকে কি বলা হয়? 

তামাকের ধোঁয়ায় ৭ হাজারেরও বেশি রাসায়নিক পদার্থ রয়েছে, যার মধ্যে ২৫০টি বেশি ক্ষতিকর হিসেবে চিহ্নিত করা গেছে। তামাকের কারণে প্রতিবছর গোটা বিশ্বে প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু হয়। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৮০ লক্ষ ছুয়ে যেতে পারে বলে এমনটাই দাবি করেছেন গবেষকরা।

Image

বিজ্ঞাপন হোক বা সিগারেট বাক্স সবকিছুতেই সতর্ক করা হয়েছে তা সত্ত্বেও মানুষ সিগারেটের নেশা ছাড়তে পারছেন না। ধূমপান করা শরীরের পক্ষে কতটা ক্ষতিকর সেটা জেনেও আমরা প্রতিনিয়ত ধূমপান করে চলেছি। এরজন্য প্রতি মাসে একটা বড় অঙ্কের টাকা পকেট থেকে বেরিয়ে যায়। বর্তমানের দিকে তাকালে ছেলে-মেয়ে উভয়ই এই নেশায় জর্জরিত।

তামাক লিভার থেকে শুরু করে ফুসফুস, হৃদপিণ্ড সবকিছুকেই আক্রান্ত করে। এমন কি ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধতে পারে তা জেনেও সিগারেট খাচ্ছে সকলেই। যাইহোক এই ধরনের জ্ঞান বা তথ্যে কারোর নেশা ছাড়বার নয়। তার চেয়ে বরং নিজের জেনারেলকে একটু উন্নত করা যাক। আচ্ছা বলুন তো বাংলায় সিগারেটকে কি বলে?

Image

অধিকাংশ মানুষ সিগারেটকে সিগারেটই বলবে কিন্তু তবুও এর একটি নাম রয়েছে বাংলায়। যদিও সেই নামে কেউ ডাকে না বা আপনি দোকানে খোঁজ করলে অনেক দোকানদার বুঝতেও পারবেনা। সিগারেটকে বাংলায় বলা হয় “ধূমপান দণ্ড”। আসলে কিছু কিছু শব্দ রয়েছে যা আমরা ইংরেজিতে বলেই অভ্যস্ত। এমনকি সেই সকল শব্দগুলির বাংলার অর্থ কি তা বেশিরভাগ মানুষেরই অজানা।