GK Quiz: ভারতের জাতীয় পাখি ময়ূর, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী জানেন?

পশ্চিমবঙ্গে বাস করলেও অনেকেই জানেন না এ রাজ্যের জাতীয় পাখির নাম

General Knowledge Quiz: প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা ইন্টারভিউ বেশিরভাগ সময়ই সাধারণ জ্ঞানের ভিত্তিতেই প্রশ্ন করা হয়। এটি এমন একটি বিষয় যার মাধ্যমে বিশ্বের নানান অজানা তথ্যগুলি জানা যায়। তাই আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে অবশ্যই জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পর্কে জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।

১) প্রশ্নঃ শহীদ চন্দ্রশেখর আজাদ পাখির অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তর প্রদেশে।

২) প্রশ্নঃ মৌর্য সাম্রাজ্যের পর দক্ষিণ ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজ্য কোনটি ছিল?
উত্তরঃ সাতবাহনদের রাজ্য।

৩) প্রশ্নঃ ভারতের দক্ষিণ প্রান্তকে কি বলা হয়?
উত্তরঃ ইন্দিরা পয়েন্ট।

৪) প্রশ্নঃ আইন অমান্য আন্দোলন কোন সালে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১৯৩০ সালে।

৫) প্রশ্নঃ শিখদের শেষ গুরু কে ছিলেন?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং।

৬) প্রশ্নঃ ভারতে কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে?
উত্তরঃ তিন বার। ১৯৬২ সাল (চীন যুদ্ধ), ১৯৭১ (পাকিস্তান যুদ্ধ), এবং ১৯৭৫ সাল (অভ্যন্তরীণ গোলযোগ)।

৭) প্রশ্নঃ মশলা উৎপাদনের জন্য কোন রাজ্য বিখ্যাত?
উত্তরঃ কেরালা।

Image

৮) প্রশ্নঃ বিশ্বের সবচাইতে কঠোর আইন রয়েছে কোন দেশটিতে?
উত্তরঃ সৌদি আরব।

৯) প্রশ্নঃ ভারত ছাড়াও কোন কোন দেশ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া, বাহরাইন ও কঙ্গো।

১০) প্রশ্নঃ কোন ধরনের শিলায় কয়লা পাওয়া যায়?
উত্তরঃ পাললিক শিলায়।

১১) প্রশ্নঃ তরাইনের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তরঃ ১১৯১ সালে।

Image

১২) প্রশ্নঃ ভাষার ভিত্তিতে ১৯৫৩ সালে কোন রাজ্য গঠিত হয়েছিল?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

১৩) প্রশ্নঃ ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি?
উত্তরঃ ইন্দিরা সাগর।

১৪) প্রশ্নঃ পাঁচ নদীর দেশ বলা হয় কাকে?
উত্তরঃ পাঞ্জাবকে।

১৫) প্রশ্নঃ ভারতের জাতীয় পাখি ময়ূর, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কী জানেন?
উত্তরঃ সাদাগলা মাছরাঙা (White-throated Kingfisher)