বলুন তো ছবিতে থাকা এই বালকটির নাম কী হতে পারে? কেবল বুদ্ধিমানেরাই উত্তর দিতে পারবেন

আপনি যদি বুদ্ধিমান হন তাহলে বলুন এই বালকটির নাম কী হবে?

Brain teasers: সোশ্যাল মিডিয়ায় আজকাল চোখ রাখলে বিভিন্ন ধরনের ধাঁধা গুলি শেয়ার হতে দেখা যায়। এর মধ্যে কখনো জিনিসটি খুঁজে বের করতে হয় আবার কখনো নাম বলতে হয়। এগুলি মানুষের সমাধান করতেও বেশ পছন্দ করেন। যাইহোক এই প্রতিবেদনে তেমনই একটি ধাঁধা নিয়ে আসা হয়েছে।

ছবিতে দেখতে পাচ্ছেন একটি বালকের পাশে দুটি সাংকেতিক চিহ্ন রয়েছে — একজন কাঁদছে আরেকটি ঘুঁষি বা আঘাত করার চিহ্ন। এবার আপনাকে এই সাংকেতিক চিহ্ন দুটি মিলিয়ে বলতে হবে বালকটির নাম কী হতে পারে? আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পারেন তাহলে মানতেই হবে আপনার মস্তিষ্ক অন্যান্যদের তুলনায় অনেক দ্রুত চলে।

দাবি করা হয়েছে, এ ধরনের ধাঁধা গুলি সমাধান করা জিনিয়াসদের কাছে জল ভাতের মতো। তবে অনেকেই বহু চেষ্টা করার পরও ছবির ধাঁধার রহস্য বুঝতে পারেনি এবং তারা হাল ছেড়ে দিয়েছেন। এদিকে যারা সহজেই ছবির রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন, তাদের বুদ্ধির প্রশংসা করতেই হয় এবং তারা জিনিয়াস।

তবে আপনার ক্ষেত্রেও যদি বালকটির নাম বুঝে ওঠা কঠিন বলে মনে হয় তাতে চিন্তা করার কিছু নেই আমরা বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। বালকটির পাশে থাকা কান্নাকে ‘রো’ হয়, আবার এদিকে আঘাত করাকে ইংরেজিতে ‘Hit’ (হিট) বলে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন বালকটির নাম কী হতে পারে…

এখনো যারা বুঝতে পারেনি তাদের জন্য বুঝিয়ে দেওয়া হল। দুটি সংকেতিক চিহ্নকে মিলিয়ে হয় রো+হিট=রোহিত। সুতরাং বালকটি নাম হবে ‘রোহিত’। মনোবিজ্ঞানীদের মতে, নিয়মিত ধাঁধার সমাধান করলে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি সক্রিয় হয়ে ওঠে। তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ভিন্ন ও পারিপার্শ্বিকভাবে চিন্তা করলেই ছবি রহস্য বেরিয়ে আসে।