মেয়েরা বিয়ের আগে কী খেতে পারে, কিন্তু বিয়ে হয়ে গেলে আর খেতে পারে না?

এমন কোন খাবার যা মেয়েরা বিয়ের পর খেতে পারে না?

Interview Questions: পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষের সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন‍্য জেনারেল নলেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু অনেকেই জানেন না যে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ ক্লিয়ার করাও কঠিন। অনেক সময় সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয়, যা শুনে প্রার্থীরা বিভ্রান্ত হয়ে পড়েন। এবার এমনই কিছু প্রশ্নের উত্তর-সহ একটি তালিকা দেখে নেওয়া যাক… 

১) প্রশ্নঃ কোনটি পারমাণবিক চুল্লিতে ‘একটি মডারেটর’ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ গ্রাফাইট। 

২) প্রশ্নঃ ভারতবর্ষের আয়রন ম্যান নামে অভিহিত করা হয় কাকে ?
উত্তরঃ সরদার বল্লভ ভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel)। 

৩) প্রশ্নঃ কোন মহান ব্যক্তি পেনিসিলিনের (Penicillin) আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ আলেকজান্ডার ফ্লেমিং। 

৪) প্রশ্নঃ গান্ধীজীর পুরো নাম কি ছিল?
উত্তরঃ মোহনদাস করমচাঁদ গান্ধী (Mohandas Karamchand Gandhi)। 

৫) প্রশ্নঃ কোন গ্রুপের রক্ত সবাই গ্রহণ করতে পারে (সর্বজন গ্রহীতা)?
উত্তরঃ AB গ্রুপের রক্ত। 

৬) প্রশ্নঃ উড়ন্ত বেলুনে সাধারণত কোন গ্যাস ভরা হয়?
উত্তরঃ হিলিয়াম (Helium)। 

৭) প্রশ্নঃ মানব শরীরের পাকস্থলী থেকে যে অ্যাসিড উৎপন্ন হয় তার নাম কী? 
উত্তরঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড (Hydrochloric acid)। 

৮) প্রশ্নঃ পৃথিবীর বাইরের উৎপত্তি রশ্মিকে কি বলে? 
উত্তরঃ মহাজাগতিক রশ্মি (Cosmic Rays)। 

৯) প্রশ্নঃ মধ্যরাত্রির সূর্যের দেশ কাকে বলে? 
উত্তরঃ নরওয়ের হ্যামারফেস্ট (Hammerfest) শহরকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলে।

১০) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ প্রফুল্লচন্দ্র ঘোষ (Prafulla Chandra Ghosh)।  

১১) প্রশ্নঃ ম্যালেরিয়া রোগ কোন মশার কারণে হয় ?
উত্তরঃ অ্যানোফিলিস মশা (Anopheles mosquito)। 

১২) প্রশ্নঃ ভোটের সময় আঙুলে যে কালি দেয়া হয় সেটার নাম কি? 
উত্তরঃ সিলভার নাইট্রেট (Silver nitrate)। 

১৩) প্রশ্নঃ কত সালে নাদির শাহ ময়ূর সিংহাসন লুট করেন ?
উত্তরঃ ১৭৩৯ সালে। 

১৪) প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক শাখা যুক্ত ব্যাংক কোনটি?
উত্তরঃ ভারতীয় স্টেট ব্যাঙ্ক। 

১৫) প্রশ্নঃ মেয়েরা বিয়ের আগে খেতে পারে কিন্তু বিয়ে হয়ে গেলে আর খেতে পারে না, সেটা কী?
উত্তরঃ আইবুড়ো ভাত (বিভ্রান্ত করার জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)।