GK প্রশ্ন : ভারতের জাতীয় পতাকার রঙ কয়টি? ৩টি না ৪টি! উত্তর দিতে অনেকেই বিভ্রান্তে পড়েন

বলুন তো ভারতের জাতীয় পতাকার রঙ কয়টি?

General Knowledge Quiz : লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের প্রশ্নগুলি ভাইরাল হয় এবং অনেকেই উত্তর দিতে সক্ষম হন। তাই আপনিও যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই সাধারণ জ্ঞান ও কুইজের প্রশ্নগুলির উত্তর জানা উচিত।

১) প্রশ্নঃ ভারতের সবথেকে ছোট নদীর নাম কী?
উত্তরঃ ভারতের সবথেকে ছোট নদীর নাম আওয়ারি নদী, যা রাজস্থানের মধ্যে দিয়ে বয়ে গেছে এবং এর দীর্ঘমাত্র ৪৫ কিলোমিটার।

Image

২) প্রশ্নঃ কোন গাছ ১০০ বছরে মাত্র একবারই ফল দেয়?
উত্তরঃ তালিপাম নামক গাছটি একবারই ফুল ও ফল দেয়।

৩) প্রশ্নঃ কোন রঙের পোশাক পড়ে ঘুমালে রাতে ভালো ঘুম হয়?
উত্তরঃ সাদা আর নীল।

৪) প্রশ্নঃ জানেন ম্যালেরিয়া শব্দের অর্থ কী?
উত্তরঃ ইতালীয় শব্দ Mal (অর্থ- দূষিত) ও aria (অর্থ- বায়ু) থেকে Malaria (ম‍্যালেরিয়া) শব্দটি এসেছে। অর্থাৎ ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বায়ু।

৫) প্রশ্নঃ ভারত ও বাংলাদেশকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদীটি?
উত্তরঃ হাড়িয়াভাঙ্গা নদী ভারত ও বাংলাদেশকে সুন্দরবনে পৃথক করেছে।

Image

৬) প্রশ্নঃ কোন দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি।

৭) প্রশ্নঃ রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
উত্তরঃ কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।

৮) প্রশ্নঃ Instagram-এ প্রথম কোন প্রাণী ছবি পোস্ট করা হয়েছিল?
উত্তরঃ Instagram-এ প্রথম কুকুরের। ছবি পোস্ট করা হয়েছিল

৯) প্রশ্নঃ প্রেমে পড়লে আমাদের একটা আলাদা অনুভূতি হয়, এটা কোন হরমোনের জন্য হয়?
উত্তরঃ প্রেমে পড়লে যে অনুভূতি হয় তা হল ডোপামিন নামক হরমোনের কারণে।

১০) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার রঙ কয়টি? ৩টি না ৪টি!
উত্তরঃ ভারতের জাতীয় পতাকার রঙ ৪টি। কারণ তিরঙ্গা পতাকায় গেরুয়া, সাদা ও সবুজ, এই ৩টি রঙ খুব স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু আসল বিষয় হল, পতাকায় রয়েছে মোট ৪টি রঙ। আর সেটি নীল। আসলে জাতীয় পতাকার মাঝে যে অশোক চক্রটি থাকে সেটি নীল রঙের।