মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন মানুষের চোখের সামনে কি কি ভেসে ওঠে? উত্তর মিলল গবেষণায়

Before Death: ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে’ এই কথাটির মধ্যে দিয়েই বোঝা যায় মানুষ মরণশীল। মানুষের জীবনে জন্ম ও মৃত্যু হল সবচেয়ে বড় দুটি সত্য। তবে এই মৃত্যু নিয়ে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। মৃত্যু কেমন? মৃত্যুর পরবর্তী কি হয় বা মৃত্যুর পর আদৌ কি কোন অস্তিত্ব থাকে? এইসব প্রশ্নের উত্তর ধোঁয়াশায় ভরা।

তবে আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষের মৃত্যুর ঠিক আগের মুহূর্তের তার চোখের সামনে কি কি ভেসে ওঠে? সম্প্রতি এমনই এক গবেষণায় পাওয়া গেছে উত্তর। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই রহস্যের সন্ধানে ছিল। কিন্তু সেই রহস্য এবার প্রকাশ্যে এসেছে।  

কোনও ব্যক্তি তার মৃত্যুর আগের মুহূর্তে ঠিক কি কি দেখেন? সম্প্রতি ব্রিটিশ কলম্বিয়ার একদল চিকিৎসক এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়েছিলেন। অবশেষে তাদের গবেষণায় যা উঠে এসেছে, তা সত্যিই অবাক করার মতো।

ওই চিকিৎসকের দল গবেষণায় দেখেছেন যে, একজন ব্যক্তি তার মৃত্যুর আগের মুহূর্তে মস্তিষ্কে অতীতের সমস্ত স্মৃতি ছবির মত ফিরে ফিরে আসে। অর্থাৎ কোনও মুভিকে বা ভিডিওকে পিছিয়ে দেখার মত। 

Image

আসলে ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালের একজন মৃগী রোগীর চিকিৎসার জন্য ইলেকট্রোএনসেপলোগ্রাফি নামক যন্ত্র ব্যবহার করা হয়েছিল। তার মস্তিষ্ক থেকে উৎপন্ন তড়িৎ সংকেত ধরা পড়ে এই যন্ত্রে। এই সময় আচমকায় ওই রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ফলে মৃত্যুর সময় তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলি ধরা পড়ে ওই যন্ত্রে। তখনই গবেষকরা এ ব্যাপারে নিশ্চিত হয়ে যান।

চিকিৎসকদের মতে, মৃত্যুর সময় ধরা পড়া তরঙ্গ সংকেত স্মৃতিচারণা করার সময় উৎপন্ন হওয়া তরঙ্গ সংকেতের মত। মস্তিষ্কের শেষ কাজটি হলো মৃত্যুর আগের মুহূর্তে জীবনের সব সুন্দর স্মৃতিগুলিকে এক লহমায় ফিরিয়ে দেওয়া।