GK ক্যুইজ : জানেন কোন রাজার নামে ‘পশ্চিমবঙ্গ’ রাখা হয়েছে?

পশ্চিমবঙ্গ রাখা হয়েছে কোন রাজার নামে?

General Knowledge Quiz : আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি নিয়মিত পড়া উচিত। এগুলি আপনাকে জ্ঞানের পরিধি বাড়িয়ে তোলে এবং ইন্টারভিউতেও ব্যর্থতার হাত থেকে বাঁচতে পারেন। যাই হোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।

১) প্রশ্নঃ সাইলেন্ট ভ্যালি কোন নদীর উপত্যকায় অবস্থিত?
উত্তরঃ কান্ধিপূজা নদীর উপত্যকায় সাইলেন্ট ভ্যালি অবস্থিত।

২) প্রশ্নঃ ‘দা রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ দেওয়া হয় কোন আন্দোলন কে?
উত্তরঃ ১৯৭৩ সালের চিপকো আন্দোলনকে এই বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে।

৩) প্রশ্নঃ প্লাস্টার অফ প্যারিস এর মধ্যে কোন উপাদানটি থাকে?
উত্তরঃ জিপসাম।

৪) প্রশ্নঃ পৃথিবীর মধ্যে সর্বাধিক জীববৈচিত্র্য কোথায় দেখা যায়?
উত্তরঃ ক্রান্তীয় অঞ্চলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র পরিলক্ষিত হয়।

৫) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সাধারণ নাগরিকদের ব্যক্তিগত গাড়ি রাখার অনুমতি নেই?
উত্তরঃ উত্তর কোরিয়ার কেবল সরকারি লোকেরাই গাড়ি রাখতে পারেন।

Image

৬) প্রশ্নঃ অল-বেরুনি যে দেশ থেকে এসেছিলেন তার বর্তমান নাম কী?
উত্তরঃ উজবেকিস্তান।

৭) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ‘দুই সন্তান নীতি’ চালু করেছে?
উত্তরঃ আসাম ভারতের একমাত্র রাজ্য, যারা ‘দুই সন্তান নীতি’ চালু করেছে।

৮) প্রশ্নঃ বাউল নাচ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়?
উত্তরঃ বীরভূম জেলায়।

৯) প্রশ্নঃ কোন শহর ‘ভারতের ডেট্রয়েট’ নামে পরিচিত?
উত্তরঃ চেন্নাই শহরটি, কারণ আমেরিকার ডেট্রয়েট শহরের মতোই চেন্নাইতেও প্রচুর পরিমাণে অটোমোবাইল সংস্থা রয়েছে।

Image

১০) প্রশ্নঃ জানেন কোন রাজার নামে ‘পশ্চিমবঙ্গ’ রাখা হয়েছে?
উত্তরঃ হিন্দ সর্বপ্রথম এই অঞ্চলে বসবাস শুরু করলে তার নামানুসারে উপমহাদেশের নাম হয় হিন্দুস্তান। হিন্দের চার রাজপুত্রের একজনের নাম ছিল বঙ্গ এবং তিনি বাংলা অঞ্চলে বসবাস শুরু করায় এ অঞ্চলের নাম হয় বঙ্গ।