‘বিরাট কোহলিকে বিশ্রাম নয়, অবসর নেওয়া উচিত’, ওয়েস্টইন্ডিজ সফরে না যাওয়ায় ক্ষুব্ধ অনুরাগীরা

ভারতীয় দল ইংল্যান্ড সফর শেষ করে ২২শে জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে রওনা হবে। প্রথমত দুই দলের মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে ২২ থেকে ২৭ জুলাই পর্যন্ত। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। সম্প্রতি বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬ জন সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে।

তবে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলিকে। এরপর তাকে দলে না দেখে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট অনুরাগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দল ঘোষণা সঙ্গে সঙ্গেই টুইটারে ‘ড্রপড’ ট্রেন্ড শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতীয় দলে বিরাট কোহলিকে না দেখে অনুরাগীরা খুবই অসন্তুষ্ট।

সম্প্রতি বিরাট কোহলি খুবই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, এমন কি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বা ওয়ানডে সিরিজেও বিশেষ কিছু করতে পারেননি। গত দুই বছর ধরে তার ব্যাট থেকে বড় ইনিংসের দেখা মেলেনি। তিনি তার শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ২০১৯ সালের নভেম্বর মাসে। সেই থেকে কোনও ফরম্যাটেই আর তিন অঙ্কের রানে পৌঁছাতে পারেননি কোহলি।  

বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বললে তিনি ভারতের হয়ে এখনও পর্যন্ত ১০২ টেস্টে ৪৯ গড়ে ৮০৭৪ রান, ২৬১ ওয়ানডেতে ৫৭ গড়ে ১২৩২৭ রান এবং ৯৯টি টি-টোয়েন্টি ম্যাচে ৫০ গড়ে ৩৩০৮ রান করেছেন। যার মধ্যে রয়েছে ৭০টি আন্তর্জাতিক সেঞ্চুরি ও তার সর্বোচ্চ স্কোর ২৫৪ অপরাজিত। 

বিরাট কোহলি বিশ্রাম নেওয়ায় ক্রিকেট অনুরাগীরা যেভাবে টুইটারে তাদের প্রকাশ করেছেন:

https://twitter.com/tWiNnnnDAdDyyyy/status/1546038965471428608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1546038965471428608%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.sportzwiki.com%2Fcricket%2Fvirat-kohli-rested-on-wi-tour%2F

https://twitter.com/ViratFan4everr/status/1546132094572642304?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1546132094572642304%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.sportzwiki.com%2Fcricket%2Fvirat-kohli-rested-on-wi-tour%2F

https://twitter.com/virat__king18/status/1547423599954640896?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1547450162619883520%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fhindi.sportzwiki.com%2Fcricket%2Fvirat-kohli-rested-on-wi-tour%2F