News
Jio-কে টেক্কা দিতে একঝাঁক নতুন সস্তার প্ল্যান নিয়ে এলো Vi
ভারতবর্ষের সর্বত্রই এখন জিও নেটওয়ার্ক আধিপত্য বিস্তার করেছে। একের পর এক ধামাকা অফার দিয়ে দেশবাসীর মন জয় করেছে মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। এইবার Jio-কে টেক্কা দেওয়ার মতো এগিয়ে এসেছে Vi, আসলে ভোডাফোন এবং আইডিয়া যুক্ত হওয়ার পর নতুন নাম ও লোগো নিয়ে একগুচ্ছ প্লানের কথা ঘোষণা করেছে।
এক সময় ভারতের টেলিকম বাজারে ভোডাফোনের বাজার সবথেকে বেশি ছিল এর পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছিল আইডিয়াও। কিন্তু বর্তমান বাজারে জিও আধিপত্য বিস্তার করেছে। তাই Jio-কে টেক্কা দিতে নতুন ব্র্যান্ডের নাম সহ একগুচ্ছ প্ল্যানের কথা ঘোষণা করল ভোডাফোন আইডিয়া-র যৌথ সংস্থা Vi
∆ নতুন ব্র্যান্ড Vi-এর নতুন প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন –
১) ২৪৯ টাকা: ২৮ দিনের এই প্ল্যানে প্রতিদিন পাওয়া যাবে ১.৫ ডেটা হাই স্পিড ইন্টারনেট।
২) ২৯৯ টাকা: ২৮ দিনের এই প্ল্যানে মিলবে প্রতিদিন ২ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা।
৩) ৩৯৯ টাকা: ৮৪ দিনের এই প্ল্যানে মিলবে দৈনিক ১.৫ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা।
৫) ১৪৯ টাকা: ২৮ দিনের এই প্ল্যানে পাওয়া যাবে মোট ২ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা সহ ৩০০টি এসএমএস।
৬) ৩৭৯ টাকা: ৮৪ দিনের প্ল্যানে এই পাওয়া যাবে মোট ৬ জিবি ইন্টারনেট ডেটা সহ ১০০০টি এসএমএস।
এছাড়াও যেগুলি রয়েছে, বার্ষিক প্লান ২,৩৯৯ টাকায় প্রতিদিন ১.৫ জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা। এই প্ল্যানের বৈধতা হল ৩৬৫ দিন। প্রতিটি প্ল্যানের ক্ষেত্রেই আনলিমিটেড টকটাইম।
