হাজার অনুরোধ থাকা সত্ত্বেও খাবারের শেষ অংশটুকু খাবেন না, কেন জানেন?

আমরা না জেনে অনেকেই খাবারের শেষ অংশটুকু খেয়ে ফেলি, কিন্তু জানেন কি খাবারের শেষ অংশটুকু কখনোই খাওয়া উচিত নয়। সব সময় খাবারের শেষে একটু খাবার রেখে দিতে হয়। কোন নিমন্ত্রণ বাড়ি, পার্টি, অফিস বা যেখানেই হোক যদি কেউ হাজার অনুরোধ করেন তবুও শেষ অংশটুকু খাবেন না। আসলে খাবারে শেষ অংশটুকু খেয়ে ফেলার অর্থ হল বাস্তুশাস্ত্রের নিয়মের বিরুদ্ধে যাওয়া।

14 Ways to Practice Mindful Eating - Yoga Journal

বাস্তু মতে, খাবারের শেষ অংশটুকু খেয়ে ফেলা মানে দুর্ভাগ্যকে সাথে করে নিয়ে আসা। এছাড়াও জীবনে নানান বাধা-বিপত্তি নেমে আসে যদি খাবারের শেষ অংশটুকু চেটেপুটে খাওয়া হয়।

এবার দেখে নেয়া যাক খাবারের শেষ অংশটুকু কেন খাওয়া উচিত নয় – 

১) যদি কেউ সবসময়ই খাবারের শেষ অংশ না রেখে খেয়ে ফেলতে থাকেন তাহলে দুর্ভাগ্য তার কখনোই পিছু ছাড়ে না। তার জীবন হয়ে ওঠে দুঃখ ও কষ্টে জর্জরিত।

২) সব সময় খাবারে শেষ অংশ খেয়ে ফেললে সমাজের প্রতিপত্তিতে বাধা আসে।

A front end developer eats alone because he doesn't know how to join tables  : ProgrammerHumor

৩) নিজের জীবনের সাফল্যের জন্য ও দীর্ঘায়ুর জন্য কখনোই খাবারের শেষ অংশ খাওয়া উচিত নয়।

৪) যদি কেউ প্রতিনিয়তই খাবার শেষ অংশ খেতে থাকেন তাহলে তিনি সুখ থেকে বঞ্চিত হতে পারেন।

৫) অনেকেই নিজের খাবারের শেষ অংশ কুকুর বা বিভিন্ন পশু পাখিদের দিয়ে থাকেন। বাস্তুমতে এই কাজটি কখনোই করা উচিত নয়। পাখিদের খাবার দিতে হলে খাবার আগে থেকে তুলে রেখে বা অন্য খাবার দেওয়া উচিত।