বুদ্ধির খেলা : সাংকেতিক দুটি চিহ্ন দ্বারা বলুন ছবিতে থাকা তরুণীর নাম কী হতে পারে

কেবল জিনিয়াসরাই বলতে পারবেন ছবিতে থাকা মেয়েটির নাম কী হতে পারে

Brain Teaser : আজকাল সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বিভিন্ন ধরনের ধাঁধার পোস্টগুলি দেখা যায়। কখনো লুকিয়ে থাকা অবয়ব, আবার কখনো পার্থক্য বা নাম সনাক্ত করতে হয়। এগুলি সমাধান করা যেমন মজাদার তেমন আকর্ষণীয়।

এই প্রতিবেদনে তেমনি একটি চ্যালেঞ্জ পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে, সমাধান করলেই আপনি জিনিয়াস। ছবিতে দেখতে পাচ্ছেন, হলুদ ব্যাকগ্রাউন্ড এর উপর একজন তরুণী রয়েছে, যার পাশে রয়েছে দুটি সাংকেতিক চিহ্ন। একটি চোখ ও আরেকটি তারা।

এবার আপনাকে এই দুটি সাংকেতিক চিহ্নকে মিলিয়ে বলতে হবে ছবিতে থাকা তরুণীর নাম কী হবে? এই চ্যালেঞ্জটির মাধ্যমে আপনার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে। তবে এই চ্যালেঞ্জটিকে আরো প্রতিযোগী করে তোলার জন্য মাত্র ১০ সেকেন্ড সময় দেওয়া হয়েছে।

আর নির্ধারিত সময়ের মধ্যে যারা মেয়েটির নাম বলতে সক্ষম হবেন, তাদেরকে জিনিয়াস বললে ভুল হবে না। তাহলে আপনি কি চ্যালেঞ্জটি গ্রহণ করতে প্রস্তুত? তাহলে চটপট সমাধান করে বলুন, ওই তরুণীর নাম কী হবে? আপনি উত্তর দিতে পারলে, নিচে স্ক্রোল করে আপনার উত্তরের সাথে মিলিয়ে নিন।

বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত এই ধরনের চ্যালেঞ্জগুলি গ্রহণ করেন তারা ভালো পর্যবেক্ষক হয়ে উঠতে পারেন। এগুলি সুপ্ত বুদ্ধিকে জাগ্রত করে আর পাশাপাশি মস্তিষ্কের সংযোগকারী কোষগুলিকে আরো উন্নত করে তোলে।

তবে এর জন্য বিশেষ গাণিতিক দক্ষতার প্রয়োজন হয় না, একটু ভিন্নভাবে চিন্তা করলেই ধাঁধার রহস্য বেরিয়ে আসে। তবে এখনো যারা ছবিতে থাকা তরুণীর নাম বলতে ব্যর্থ হয়েছেন তাদের বিচলিত হওয়ার কিছু নেই আমরা নিচে বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি।

প্রথমে ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করুন। তরুণীর পাশে রয়েছে দুটি সাংকেতিক চিহ্ন একটি চোখ, যাকে নয়নও বলা যায়। আর এদিকে রয়েছে আকাশের তারা। সুতরাং নয়ন+তারা = নয়নতারা, অর্থাৎ ওই তরুণীর নাম হবে ‘নয়নতারা’।