ঊর্বশী রাউটেলা কখনও পাকিস্তান যেতে পারবেন না, এর কারণ কি জানেন

ভারতীয় জনপ্রীয় অভিনেত্রী ও মডেল ঊর্বশী রাউটেলা কখনও পাকিস্তান যেতে পারবেন না। যদিও পাকিস্তানি সেলিব্রেটিদের ভারতে আসা সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলেও কিন্তু ঊর্বশীর ক্ষেত্রে এমনটা নয়। আসলে একবার ইনস্টাগ্রামে লাইভ শো চলাকালীন তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিছিলেন। 

সেই সময় এক পাকিস্তানি অনুরাগী ঊর্বশীকে প্রশ্ন করেন, যে তিনি কবে পাকিস্তানে যাচ্ছেন। তখন এই প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, তিনি কেন পাকিস্তান যেতে পারবেন না এবং সেটি তার ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন।

Image

আসলে তিনি ভারত থেকে দুবার মিস ইউনিভার্স হয়েছিলেন। এই জন্য তাকে বেশ কয়েকটি চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়। এর মধ্যে পাকিস্তান যাওয়া নিষেধ ছিল। কিন্তু তিনি যদি নিয়ম লঙ্ঘন করেন তাহলে তার মিস ইউনিভার্স হওয়ার সমস্ত কন্ট্রাক্ট ছিনিয়ে নেওয়া হবে। এছাড়াও তিনি বড় আর্থিক ক্ষতির মুখোমুখি হবেন। সুতরাং উর্বশী রাউটেলা এই কারণেই পাকিস্তানে যেতে পারবেন না।

এছাড়াও আরেক অনুরাগীর প্রশ্নের উত্তরে উর্বশী তার প্রিয় পাঁচটি স্থানের নাম বলেছেন। যথা হরিদ্বার (উত্তরাখণ্ড), ডুব্রোভনিক (ক্রোয়েশিয়া), বার্গেন (নরওয়ে), কিয়োটো (জাপান) এবং সান মিগুয়েল ডি অ্যালেন্ডে (মেক্সিকো)। এই সময় উর্বশী প্রতিটি জায়গার নাম উল্লেখ করার সময় জাতীয় পতাকার ছবি দেখান।

Image

এই ভারতীয় ‘মিস ইউনিভার্স’ ঊর্বশী রাউটেলার বর্তমান instagram এর ফলোয়ারের সংখ্যা প্রায় ৫৪ মিলিয়ন। তিনি ২০১৫ সালে ভারতের হয়ে মিস ডিভা ইউনিভার্স এবং মিস ইউনিভার্স এর মুকুট পেয়েছিলেন। ২০১৩ সালে সিং সাব দ্য গ্রেট চলচ্চিত্র দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। ঊর্বশী রাউটেলা ‘সানাম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ৪’ এবং ‘পাগলপান্তি’র মতো ছবিতে অভিনয় করেছেন।