যে শর্তসাপেক্ষে হিন্দুদের অধিকার দিলো সুপ্রিম কোর্ট, অযোধ্যায় তৈরি হবে রামমন্দির

গত ৫০০ বছরের অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে আজ সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় প্রদান করল। এই নিয়ে অতীতে বহু বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিতর্ককে ঘিরে রাজনৈতিক মহলের মধ্যে একটা বিশাল বড় দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। জল্পনা-কল্পনার অবসান করে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই রায়ে জয়ী হয়েছে রামলালা আর অযোধ্যার এই জমিতেই তৈরি হবে রাম মন্দির আর অন্যদিকে মুসলিমদেরকে ৫ একর জমি দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন শর্তের উপর নির্ভর করে সুপ্রিমকোর্ট এর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ হিন্দুদেরকে অযোধ্যায় রাম মন্দির করার আদেশ দিল।

১) কেন্দ্রকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছে এই ট্রাস্ট তৈরি নির্মাণের ক্ষেত্রে।

২) আগামী তিন মাসের মধ্যেই ট্রাস্ট তৈরি করতে হবে অযোধ্যায় যে রাম মন্দির গড়ে উঠতে চলেছে।

৩) অন্যদিকে মুসলিম পক্ষকে পাঁচ একর বিকল্প জমি প্রদান করতে হবে।

৪) শর্তসাপেক্ষ এই জমি হিন্দুদের পক্ষে হাতে তুলে দেওয়া হোক।

৫) মুসলিমদের জন্য বিকল্প পাঁচ একর বিকল্প জমি দেওয়া হোক।

৬) অযোধ্যার জমির মালিকানার সঠিক প্রমাণ দেখাতে পারেনি সুন্নি ওয়াকফ বোর্ড।

৭) এই জমির কাঠামো ভেঙে যে বাবরি মসজিদ তৈরি হয়েছিল, আসলে মসজিদ নয়। তবে যে মন্দির ছিল, তাও সঠিকভাবে বলা যায়নি।

Image

৮) বাবরি মসজিদ খালি জায়গার উপর তৈরি হয়নি।

৯) সুপ্রিম কোর্ট আদালত কোন ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে রায় দিতে পারে না।

১০) অযোধ্যায় রাম জন্মেছিলেন কিনা হিন্দুদের এই বিশ্বাসের ওপর প্রশ্ন তোলা যায় না।

১১) জমির দখল নিয়ে সুন্নি ওয়াকফ বোর্ড যে দাবি করেছিল তাতে তারা জমির সঠিক মালিকানার প্রমাণ দেখাতে পারেনি।

১২) ১৯৯২ সালে মসজিদ ভাঙ্গা হয়েছে তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ।

১৩) অযোধ্যাতেই রামের জন্ম তা হিন্দুদের বিশ্বাস অনস্বীকার্য।

১৪) ১৮৬৫-৫৭ সালে যে নথিপত্র পাওয়া গেছে তাতে হিন্দুদের পূজা পাঠ করতে কোন বাধা দান করা হয়নি।